শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ঈদগাঁওতে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

কক্সবাজারের ঈদগাঁওতে বাসের ধাক্কায় টমটমের (ইজিবাইক) যাত্রী এক কিশোর নিহত হয়েছে। নিহত শফি আলম (১৪)। ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম গজালিয়া এলাকার মোঃ নুরু প্রকাশ লালুর পুত্র।

আজ বুধবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও থানা এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মেহেদি হাসান জানান, একটি টমটম ও একটি স্ক্র্যাব মালবাহী ভ্যান একসাথে কক্সবাজার অভিমুখে যাচ্ছিল। এসময় কক্সবাজার অভিমুখী একটি বাস টমটমের পেছনে ধাক্কা দেয়। ধাক্কায় টমটমটি দুমড়ে মুচড়ে যায়। এতে ওই কিশোর ঘটনাস্থলেই মারা যায় এবং আরো দুই যাত্রী গুরুতর আহত হয়।


আরো খবর: