শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভের পাশে নির্মাণাধীন ভবনের জায়গায় পরিত্যক্ত অবস্থায় একটি অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ১৬ এপ্রিল বেলা সাড়ে ১১ টায় মেরিন ড্রাইভের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কোনার পাড়ায় গ্রেনেড দেখতে পেয়ে খবর দিলে হাজির হয় পুলিশ।

গিয়াস উদ্দিন আরও বলেন, বুধবার সকালে টেকনাফ সদর ইউনিয়নের কোনার পাড়ায় নির্মাণাধীন ভবন ওয়েভস পয়েন্ট লিমিটেডের খোলা জায়গায় একটি অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড দেখতে পেয়ে স্থানীয় জনৈক ব্যক্তি পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করেছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ হ্যান্ড গ্রেনেডটি ঘিরে নিরাপত্তা বেষ্টনী তৈরী করে রেখেছে। আর হ্যান্ড গ্রেনেড পাওয়ার বিষয়টি সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে অবহিত করা হয়েছে। ওসি বলেন, সেনাবাহিনীর বিশেষ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে গ্রেনেডটি নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হবে।

উদ্ধার করা গ্রেনেডটি কারা, কীভাবে এনে পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখেছে এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান মুহাম্মদ গিয়াস উদ্দিন।


আরো খবর: