প্রেস বিজ্ঞপ্তি::
রামু প্রেস ক্লাবের জরুরী সভায় সাংগঠনিক শৃংখলা পরিপন্থী কার্যক্রমে সম্পৃক্ততার সু-নির্দিষ্ট অভিযোগে প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক পদ থেকে আবুল কাসেম, সদস্য পদ থেকে আহমদ ছৈয়দ ফরমান, সহ সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, সহ দপ্তর সম্পাদক শওকত ইসলাম, সদস্য সাইদুজ্জামানকে বহিস্কার করা হয়েছে।
মঙ্গলবার, ৮ এপ্রিল রাতে রামু প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। রামু প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোয়েব সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ক্লাবের সহ সভাপতি খালেদ হোসেন টাপু, যুগ্ন সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো, দপ্তর সম্পাদক হাসান তারেক মুকিম, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সহ প্রচার সম্পাদক আবুল কাশেম সাগর, কার্যকরী সদস্য খালেদ শহীদ, সদস্য মোহাম্মদ আবদুল্লাহ, মিজানুল হকসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, রামুর পেশাদার কলম সৈনিকদের সংগঠন রামু প্রেস ক্লাবের কোন কমিটি গঠন হয়নি। প্রেস ক্লাবের কমিটির মেয়াদ আগামী মে মাস পর্যন্ত রয়েছে। কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান করছি। মঙ্গলবার, ৮ এপ্রিল রাতে কতিপয় ব্যক্তির স্বঘোষিত কমিটি বানোয়াট ও বিভ্রান্তিকর। রামু প্রেস ক্লাব থেকে ৫ জনকে বহিস্কার করা হয়েছে। আরও ২৭ জন সদস্য ঐক্যবদ্ধভাবে সংগঠনকে গতিশীল করে সুস্থধারার সাংবাদিকতা অব্যাহত রাখতে কাজ করে যাবে।
##