শিরোনাম ::
উখিয়া-টেকনাফের চালের কার্ড অন্য জেলায় হস্তান্তরের পায়তারা, ফুঁসে উঠেছে এলাকাবাসী ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা ও ভারতে বিতর্কিত ওয়াক্ফ বিল পাসের প্রতিবাদে রামুতে বিক্ষোভ মিছিল চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষক-কর্মচারিদের কর্মবিরতি, চকরিয়ার মানিকপুরে সড়ক বনায়নের বিপুল গাছ কেটে লুটে নিয়ে যাচ্ছে দুবৃর্ত্তরা গাজায় গনহত্যা বন্ধের দাবিতে উত্তাল পেকুয়া কক্সবাজারে কেএফসিসহ ৫ রেঁস্তোরায় ভাঙচুর চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, কর্মবিরতি সত্য প্রকাশই হোক গণমাধ্যমের একমাত্র অঙ্গিকার: কক্সবাজারে বিএফজেইউ মহাসচিব কাদের গনি চৌধুরী সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন ঈদগাঁওতে ট্রেনে কাটা পড়ে নিহত ১
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

গাজায় গনহত্যা বন্ধের দাবিতে উত্তাল পেকুয়া

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি ::

গাজায় ইসরায়েল বাহিনীর গনহত্যা ও বর্বর চলমান হামলার প্রতিবাদে উত্তাল কক্সবাজারের পেকুয়া।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে পেকুয়া বাজার থেকে একটি বিশাল মিছিল সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেইট চৌমুহনী গিয়ে শেষ হয়। সেখানে চৌরাস্তা মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এর আগে খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সর্বস্তরের মানুষ বিক্ষোভ মিছিলে যোগ দেন। জাতীয় ওলামা মাশায়েক (আইম্মা) পরিষদ ও সর্স্তরের তৌহিদী জনতার ব্যানারে হাজার হাজার মানুষ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।

জাতীয় ওলামা মাশায়েক (আইম্মা) পরিষদ এর
ক্বারী মনির উল্লাহ’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা জামায়েত এর সেক্রেটারী নুরুল কবির, এসিসট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মাওলানা নুরুজ্জামান মঞ্জু, ইসলামি আন্দোলন বাংলাদেশ পেকুয়া শাখার সভাপতি মাওলানা আলী আজগর, জামায়াত নেতা মাওলানা আলী আকবর, মুফতি বদিউল আলম, মাওলানা আজিজ উদ্দিন, মাওলানা ফরিদুল আলম, মাওলানা হাবিবউল্লাহ, মাওলানা নূর কাসেম ফারুকী, মাওলানা রুহুল আমিন, মাওলানা মিজানুর রহমান, মাওলানা সাজ্জাদুর রহমান, হেফাজত ইসলামের মাওলানা আবুল কাসেম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেকুয়া প্রতিনিধি মাশরাফি ছরওয়ার হিরন, ঢাকা কলেজের শিক্ষার্থী মুফিদুল ইসলম, পেকুয়া উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শাহাদাত মোস্তাফা নুরী প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বাংলাদেশ ইসলামি আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ হেফাজত ইসলাম, আহলে সুন্নতে ওয়াল জামাত, পেকুয়া জন কল্যান সোসাইটি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, ব্যাবসায়ী প্রতিষ্ঠানসহ বিভিন্নস্তরের তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।

বক্তারা ফিলিস্তিনের উপর গণহত্যা, নির্যাতন নিপিড়ন, শিশু হত্যা বন্ধ ও ইসরায়েলের সকল পন্য বয়কটের দাবী তুলেন। আলোচনা শেষে ফিলিস্তিনসহ বিশ্বের সকল মুসলিম উম্মাদের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
###


আরো খবর: