শিরোনাম ::
গাজায় গনহত্যা বন্ধের দাবিতে উত্তাল পেকুয়া কক্সবাজারে কেএফসিসহ ৫ রেঁস্তোরায় ভাঙচুর চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, কর্মবিরতি সত্য প্রকাশই হোক গণমাধ্যমের একমাত্র অঙ্গিকার: কক্সবাজারে বিএফজেইউ মহাসচিব কাদের গনি চৌধুরী সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন ঈদগাঁওতে ট্রেনে কাটা পড়ে নিহত ১ টেকনাফে আবারও দুইজনকে অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি উখিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে মসজিদের খতিবসহ নিহত ৩ চকরিয়ায় তুলে নিয়ে যুবকের হাত শরীর থেকে কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসী চকরিয়ায় পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৪ পলাতক আসামি গ্রেফতার
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ঈদগাঁওতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

ঈদগাঁওতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে।

রবিবার দুপুর আড়াইটায় ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের পালাকাটা রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, ঈদগাঁও থানার ওসি মো. মসিউর রহমান।

নিহত আব্দুল অদুদ ওরফে দুদু মলই ( ৬২ ) চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের পূর্ব সওদাগর পাড়ার মৃত আলীম উদ্দিনের ছেলে।

স্থানীয়দের বরাতে মসিউর রহমান বলেন, দুপুরে ঈদগাঁও উপজেলার পালাকাটা রেল ক্রসিং এলাকায় কক্সবাজার রেল স্টেশন ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস নামের ট্রেনটি পৌঁছায়। এসময় চৌফলদন্ডী দিক থেকে আসা মোটর সাইকেল আরোহী এক ব্যক্তি রেললাইন পার হওয়ার চেষ্টা চালায়।

এতে চট্টগ্রামমুখি ট্রেনটির সাথে মোটর সাইকেল আরোহী ব্যক্তি ধাক্কা লাগে। ট্রেনের ধাক্কায় মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী নিহত হন।

পরে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এবং ঘটনার ব্যাপারে রেলওয়ে পুলিশকে অবহিত করা হয় বলে জানান ওসি।

মসিউর জানান, দুর্ঘটনার ব্যাপারে রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।


আরো খবর: