শিরোনাম ::
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৪ পলাতক আসামি গ্রেফতার

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত চার পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) রাত আটটা থেকে গতকাল শনিবার ভোররাত পর্যন্ত থানা পুলিশের একাধিক টিমের সাঁড়াশি অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে। গতকাল শনিবার চকরিয়া থানার মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

থানা পুলিশ জানিয়েছে, ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে চকরিয়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে ৪ এপ্রিল রাত থেকে গতকাল ৫ এপ্রিল সকাল পর্যন্ত ২৪ ঘন্টা সময়ে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মামলার চারজন গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত চার আসামিকে সংশ্লিষ্ট মামলায় গতকাল দুপুরে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সৌপদ্দ করা হলে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন। ##


আরো খবর: