শিরোনাম ::
উখিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ বেড়ে ১৪৫ ঈদে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত বাংলাদেশে উগ্রপন্থা নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বিভ্রান্তিকর ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু মিয়ানমারে পৌঁছেছে বাংলাদেশের ৫৫ সদস্যের উদ্ধার ও চিকিৎসা দল ৯০ বছর বয়সে মারা গেলেন ‘শোগান’ তারকা রিচার্ড চেম্বারলেইন নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতের খুঁটির সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩ গাজা পরিস্থিতিতে জড়িত ‘সব পক্ষ’কে যুদ্ধবিষয়ক আইন মানতে হবে ৬৬ বছর বয়সে স্বাভাবিকভাবে দশম সন্তানের মা হলেন জার্মান নারী
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পাকিস্তান সফরে ওয়ানডে খেলবে না বাংলাদেশ

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ৩০ মার্চ, ২০২৫




ঢাকা, ৩০ মার্চ – চলতি বছর এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ভারতে। আর ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়। এশিয়া কাপও এবার টি-টোয়েন্টি ফরম্যাটে হবে। তাই এই দুই আসরের প্রস্তুতি সারতে পাকিস্তান সফর থেকে ওয়ানডে সিরিজ বাতিল করে দুটি টি-টোয়েন্টি বেশি খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী মে মাসে পাকিস্তান সফরে বাংলাদেশ দলের তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। তবে দুই দেশের ক্রিকেট বোর্ড আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে, তারা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

এ ছাড়া, সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় দুই বোর্ড সভাপতির আলোচনায় ঠিক হয়েছে, পাকিস্তান জুলাইয়ে বাংলাদেশ সফরে আসবে এবং আরও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

এই সিরিজটি আইসিসির নির্ধারিত সফরসূচির (এফটিপি) অংশ নয়, তবে দুই দল একসঙ্গে প্রস্তুতি নিতে এটি আয়োজন করা হচ্ছে। বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া তিনটি টি-টোয়েন্টি ম্যাচ ঢাকায় ২০, ২২ ও ২৪ জুলাই অনুষ্ঠিত হবে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ৩০ মার্চ ২০২৫



আরো খবর: