শিরোনাম ::
বাংলাদেশে উগ্রপন্থা নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বিভ্রান্তিকর ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু মিয়ানমারে পৌঁছেছে বাংলাদেশের ৫৫ সদস্যের উদ্ধার ও চিকিৎসা দল ৯০ বছর বয়সে মারা গেলেন ‘শোগান’ তারকা রিচার্ড চেম্বারলেইন নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতের খুঁটির সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩ গাজা পরিস্থিতিতে জড়িত ‘সব পক্ষ’কে যুদ্ধবিষয়ক আইন মানতে হবে ৬৬ বছর বয়সে স্বাভাবিকভাবে দশম সন্তানের মা হলেন জার্মান নারী মুক্তির প্রথম দিনই পাইরেসির কবলে শাকিবের ‘বরবাদ’ মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ এপ্রিলে, আভাস কালবৈশাখী-ঘূর্ণিঝড়ের ঈদ উৎসবের মাঝেও হামজার মন কাঁদছে ফিলিস্তিনের জন্য!
বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ভুটানের লিগে খেলতে যাচ্ছেন আরও ৪ নারী ফুটবলার

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২৯ মার্চ, ২০২৫




ঢাকা, ২৮ মার্চ – আগেই জানা গিয়েছিল ভুটানের লিগের দল ট্রান্সপোর্ট ইউনাইটেডে নাম লিখিয়েছিলেন ডিফেন্ডার মাসুরা পারভীন ও গোলরক্ষক রুপ্না চাকমা। এবারে সেই তালিকায় যোগ হচ্ছে আরও চার ফুটবলারের নাম। টুর্নামেন্টটিতে পারো এফসির হয়ে মাঠে নামবেন সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ‍ও সুমাইয়া।

শুক্রবার (২৮ মার্চ) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কয়েকজনের এজেন্ট হিসেবে কাজ করা নিলয় বিশ্বাস ও সাবিনা খাতুন।

ভুটানে সাবিনাদের খেলার বিষয়টি নিয়ে নিলয় বলেন, ঢাকা থেকে থিম্পু আসা-যাওয়া এবং সেখানকার সকল ব্যয়ই ক্লাবের। প্রায় চার মাস ধরে লিগ হওয়ার কথা রয়েছে। এর মধ্যে জাতীয় দলের টুর্নামেন্ট বা খেলা থাকলে ফিফার আইন অনুসারে ক্লাব তাদের ছাড়বে।

এ নিয়ে জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, আগামী ৬ এপ্রিল আমরা ভুটানের উদ্দেশ্যে রওনা হব। ফেডারেশনের ক্লিয়ারেন্স, নিবন্ধনসহ সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন।

গত বছর এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের তিন ফুটবলার ভুটানের রয়্যাল থিম্পু কলেজের হয়ে খেলেছিলেন। পারো এফসিতে বাংলাদেশের চার ফুটবলারের চুক্তি চার মাসের। প্রত্যেকেই প্রতি মাসে বাংলাদেশি টাকায় প্রায় লাখ টাকা সম্মানী পাবেন।

কারণ ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলনে অনাগ্রহী ৬/৭ জন দেশের বাইরে থাকলে কোচ ও ফেডারেশনের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সহায়কই হবে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৮ মার্চ ২০২৫

 



আরো খবর: