মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজারে ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ আটক ৩

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১৭ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক ::

কক্সবাজার শহরের পাহাড়তলির চাঞ্চল্যকর ইজিবাইক চালক মুজিবকে প্রকাশ্যে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যার মূলহোতা অস্ত্রধারী সন্ত্রাসী মোস্তফা ও তার অপর সহযোগী দুই ভাইকে গ্রেফতার করেছে কক্সবাজারস্থ র্যাব—১৫ এর সদস্যরা।

সোমবার (১৭ মার্চ ) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছে র্যাব-১৫। তিনি জানান, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে ঘটনার পরপরই র্যাবের একাধিক দল অভিযান শুরু করে।

অভিযানে কক্সবাজার শহর ও টেকনাফ থেকে পৃথক অভিযানে ঘটনার মূল হোতা স্থানীয় ইসলামপুর এলাকার মো. হোছনের পুত্র সন্ত্রাসী মোস্তফা ও তার দুই ভাইকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব সদস্যরা। এ সময় হত্যার আলামত এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে। অন্যান্য সহযোগিদের গ্রেফতার অভিযান চালাচ্ছে র্যাব।

র্যাব—১৫ এর অধিনায়ক লে. কর্নেল মো: কামরুল হাসান জানান, গ্রেফতারকৃতরা টমটম (ইজিবাইক) চালক হলেও পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এদিকে এই হত্যাকাণ্ডের পর থেকে বিক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকার মানুষ। তারা গতকাল রাতেই ঘাতকদের বাড়িতে গুড়িয়ে দিয়েছে।
###


আরো খবর: