ঝিনাইদহ, ১৭ মার্চ – ঝিনাইদহের কালীগঞ্জে ১৫ হাজার নেতাকর্মী নিয়ে ইফতার ও দোয়া মাহফিল করেছে বিএনপি। রোববার (১৬ মার্চ) শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এ আয়োজন করে।
আয়োজকরা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে শহীদ নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত এবং বেগম খালেদা জিয়াসহ গণতান্ত্রিক আন্দোলনে আহতদের সুস্থতায় কামনায় এ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এতে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) সংসদীয় আসনের একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের প্রায় ১৫ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। এর আগে দুপুর থেকে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন।
ইফতারপূর্ব আলোচনা সভায় কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহাবুবার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ডা. নুরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোশাররফ হোসেন, আনোয়ার হোসেন, জবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৭ মার্চ ২০২৫