বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১২ মার্চ, ২০২৫




ঢাকা, ১২ মার্চ – স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনসহ মোট ৯ দাবিতে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামে একটি প্ল্যাটফর্ম প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় আন্দোলনকারীদের হামলায় আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য। এ ঘটনায় পুলিশের ওপর হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

মাসুদ আলম বলেন, তারা (আন্দোলনকারীরা) আমাদের সিনিয়রদের গায়ে যেহেতু হাত তুলেছে, সেহেতু আমরা তাদের বিরুদ্ধে মামলা নিব। এখনও তাদের বিরুদ্ধে কোন মামলা হয়নি। তবে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

পুলিশ বাদী হয়ে মামলা করা হবে বলেও জানান তিনি।

এর আগে মঙ্গলবার (১১ মার্চ) বিকেল পৌনে ৪টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনসহ মোট ৯ দাবিতে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামে একটি প্ল্যাটফর্ম প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা শুরু করে। এসময় হোটেল ইন্টারকন্টিনেন্টালের কাছে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে যাত্রার চেষ্টা করলে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১১ মার্চ ২০২৫



আরো খবর: