বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৩:০০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

দুই প্রাক্তন স্ত্রীই আমার কাছে শ্রদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫


মুম্বাই, ০৮ মার্চ – বলিউড তারকা আমির খান প্রায়ই তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন এবং বিচ্ছেদ সত্ত্বেও তিনি দুই সাবেক স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন। প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি একসময় জানিয়েছিলেন, রিনার কাছে নিজের প্রেম প্রমাণ করার জন্য রক্ত দিয়ে চিঠি পর্যন্ত লিখেছিলেন। তবে, দীর্ঘ ১৬ বছর পর ২০০২ সালে তাদের দাম্পত্য জীবনে শেষ হয়ে যায়। তিন বছর পর, ২০০৫ সালে তিনি কিরণ রাওকে বিয়ে করেন। কিন্তু এই সম্পর্কও ২০২১ সালে বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও এসব বিচ্ছেদের পর, আমির খান তার দুই সাবেক স্ত্রীর প্রতি গভীর শ্রদ্ধা এবং সম্মান প্রকাশ করেন।

এক সাক্ষাৎকারে আমির বলেছেন, ‘আমি আর রিনা একসঙ্গে ১৬ বছর ছিলাম। আমরা কিন্তু পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক এই মানুষগুলোর সঙ্গেই। রিনা ও কিরণের কথা বলছি— ওরা অসাধারণ। ওদের সঙ্গেই আমি জীবনটা কাটিয়েছি। ওরা আমাকে অনেক কিছু দিয়েছে।’

বিচ্ছেদের পরে প্রত্যেকেই যে যার মতো করে জীবনে এগিয়ে গিয়েছেন। কিন্তু পরস্পরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রয়ে গিয়েছে। আমিরের কথায়, ‘আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে ঠিকই। কিন্তু তার মানে এই নয়, আমরা পরস্পরকে ভালোবাস না বা শ্রদ্ধা করব না। আমরা নিজেদের মতো করে এগিয়ে গেলেও, কিরণ ও রিনা দুজনকেই আমি খুব শ্রদ্ধা করি।’ রিনা ও কিরণের পরিবারকেও তিনি শ্রদ্ধা করেন বলে জানান। রিনার বাবা-মায়ের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছিলেন আমির।

বর্তমানে ‘সিতারে জমিন পর’ ছবি নিয়ে ব্যস্ত আমির। তাকে শেষ দেখা গিয়েছিল ২০২২-এর ছবি ‘লাল সিংহ চড্ডা’-তে। ছবিতে তার বিপরীতে ছিলেন কারিনা কাপুর খান।

আইএ/ ০৮ মার্চ ২০২৫

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::দুই প্রাক্তন স্ত্রীই আমার কাছে শ্রদ্ধার first appeared on DesheBideshe.



আরো খবর: