সোমবার, ১০ মার্চ ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলাম

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১০ মার্চ, ২০২৫


ঢাকা, ১০ মার্চ – প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (১০ মার্চ) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে ড. আমিনুল ইসলাম নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

ইতোমধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বলে জানালেও পদত্যাগের কারণ সম্পর্কে কোনো কিছু জানাতে রাজি হননি তিনি।

প্রধান উপদেষ্টার এ বিশেষ সহকারী বলেন, এ বিষয়ে আমি কিছুই বলতে চাইছি না। আমি আমার পিএসের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।

সরকারের চাপে বা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন কি না জানতে চাইলে একই কথার পুনরাবৃত্তি করে তিনি বলেন, আমি এসব বিষয়ে কিছুই বলতে চাই না। আমি আমার পিএসের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।

পদত্যাগ করে বড় কোনো দায়িত্ব নিচ্ছেন কি না জানতে চাইলে এম আমিনুল ইসলাম বলেন, এ বিষয়েও আমি কিছু বলতে চাইছি না। তবে, পদত্যাগ করলেও আমি কোনো না কোনোভাবে শিক্ষার সঙ্গে থাকব।

এদিকে একটি সূত্রে জানা গেছে, সরকারের শীর্ষ পর্যায়ের পরামর্শ অনুযায়ী পদত্যাগ করেছেন এ কর্মকর্তা।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১০ মার্চ ২০২৫

 

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলাম first appeared on DesheBideshe.



আরো খবর: