সোমবার, ১০ মার্চ ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চেষ্টা করেও কিছু লিখতে পারছি না

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১০ মার্চ, ২০২৫


ঢাকা, ০৯ মার্চ – মাগুরায় শিশু ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় উত্তাল পুরো দেশ। দেশজুড়ে এমন জঘন্য অপরাধ বেড়ে যাওয়ায় জনমনে যেমন আতঙ্ক বিরাজ করছে, তেমনি ধর্ষণ অপরাধের বিচারের দাবিতেও কয়েক দফায় রাস্তায় নেমেছে সাধারণ জনতা। এমনকি সোশ্যাল মিডিয়াতেও সরব থাকতে দেখা যায় দেশের স্বনামধন্য কিছু তারকাদের। এবার নিজের সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করলেন দেশের সংগীত অংগনের জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবর।

সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুকে দুঃখ প্রকাশ করে গায়ক লিখেছেন, আছিয়া! আমার আইদাহ। বাকরুদ্ধ এক অসাড় আমি। লেখা আসে না, চেষ্টা করেও লিখতে পারছি না কিছু।

তার এমন আবেগঘন স্ট্যাটাসের মন্তব্যের ঘরে সাড়া পড়ে তার অনেক ভক্তের । সেখানেও সবাই এই অপরাধের বিচারের দাবি জানায়।

এর আগে ধর্ষণের ঘটনা নিয়ে বিশ্ব নারী দিবসে অভিনেত্রী শবনম ফারিয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি সবার কাছে প্রশ্ন রেখে লিখেন, ‘যেই দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে প্রতি রিফ্রেশে একটি করে ধর্ষণের সংবাদ, সেই দেশে আবার ওমেনস ডে কি?’

তার আগে তিনি সাজাপ্রাপ্ত এক ধর্ষকের জামিনের সংবাদের ছবি ও লিঙ্ক পোস্ট করেছিলেন। পোস্টের ক্যাপশনে ফারিয়া তখন লিখেছিলেন, ‘ধর্ষককে যারা জামিন দিয়েছে কিংবা এই প্রসেসের সঙ্গে যারা জড়িত তাদেরও শাস্তির আওতায় আনা জরুরি।’ তবে বিষয়টি নিয়ে দেশের অনেক তারকাকেই এখনো মুখ খুলতে দেখা যায়নি।

এদিকে মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় করা মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নারী, শিশু নির্যাতন ও দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

তার আগে শিশুটিকে নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে নিয়ে আসেন ব্যারিস্টার মাহসিব হোসাইন। তিনি শিশুটির স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানান।

পরে ধর্ষণের শিকার শিশুটির সব ছবি পত্রিকা, অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণের নির্দেশ দেন হাইকোর্ট। ২৪ ঘণ্টার মধ্যে বিটিআরসি ও পুলিশকে এ নির্দেশ দেওয়া হয়।

আইএ/ ০৯ মার্চ ২০২৫



আরো খবর: