মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত ঘাতকের ঘরে আগুন বিক্ষুব্ধদের

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ৩ মার্চ, ২০২৫


বরিশাল, ০২ মার্চ – বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে ধারালো অস্ত্রের আঘাতে এক যুবদল নেতাকে হত্যার অভিযোগ উঠেছে। ওই যুবদল নেতার নাম সুরুজ গাজী (৩৫)। এ ছাড়াও আরও একজন আহত হয়েছেন। রোববার (২ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত।

এ ঘটনায় অভিযুক্তের বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

নিহত সুরুজ গাজী (৩৫) কাউনিয়া হাউজিং এলাকার কাঞ্চন গাজীর ছেলে। আহত নয়ন গাজী কাউনিয়া হাউজিং এলাকার তসলিম গাজীর ছেলে।

এ বিষয়ে কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে এক পক্ষ আরেক পক্ষকে কুপিয়েছে। এতে একজন নিহত ও আরেকজন আহত হয়েছে। নিহতের পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। যারা জড়িত তাদের সুনির্দিষ্ট নাম পেলে গ্রেফতারে অভিযান করা হবে।



আরো খবর: