সোমবার, ০৩ মার্চ ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

শরীয়তপুরে গণপিটুনিতে আহত আরও এক ডাকাতের মৃত্যু

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২ মার্চ, ২০২৫


শরীয়তপুর, ০১ মার্চ – শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ডাকাতির চেষ্টার সময় গণপিটুনির শিকার হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনে।

শনিবার (১ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম ও হাসপাতালে চিকিৎসাধীন আহত ডাকাতদের সঙ্গে থাকা পালং মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক আসাদুজ্জামান। তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত আটজনকে আটক করা হয়েছে। তারা সবাই আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে ডাকাতি, হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এদের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করা গেছে।

তারা হলেন, মুন্সিগঞ্জের মহেষপুর এলাকার সানাউল্লাহ গাজীর ছেলে রাকিব গাজী (৩৮), একই জেলার কালিরচর এলাকার বাচ্চুর ছেলে রিপন (৪০), শরীয়তপুরের জাজিরার কুণ্ডেরচর এলাকার মোহাম্মদ দেওয়ানের ছেলে আনোয়ার দেওয়ান (৫০) ও মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকার হারুন তালুকদারের ছেলে সজিব তালুকদার (৩০)।

এদের মধ্যে রিপন ও সজিব তালুকদার গণপিটুনির শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অজ্ঞাতনামা আরও এক ডাকাত সদস্য।

এ ব্যাপারে জানতে চাইলে জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ডাকাতির চেষ্টাকালে গণপিটুনির শিকার হয়ে এখন পর্যন্ত তিনজন মারা গেছেন। এছাড়াও ডাকাতির ঘটনায় একটি ডাকাতি চেষ্টা ও অস্ত্র আইনে মামলা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০১ মার্চ ২০২৫



আরো খবর: