শনিবার, ০১ মার্চ ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পেকুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে চিকিৎসকের বিরুদ্ধে মামলা

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১ মার্চ, ২০২৫

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি ::

কক্সবাজারের পেকুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে এক হোমিওপ্যাথিক চিকিৎসকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার ভুক্তভোগী নারী বাদী হয়ে চিকিৎসক হেলাল উদ্দিনকে আসামি করে পেকুয়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি
ভুক্তভোগী নারী তাঁর শিশু বাচ্চাকে ডাক্তার দেখাতে দুপুরে পেকুয়া চৌমুহনী কলেজ গেইট হোমিওপ্যাথিক চিকিৎসক হেলাল উদ্দিনের ‘আল মক্কা হোমিও চিকিৎসক’ এর চেম্বারে যান। এলার্জিজনিত রোগে ভুগছিল শিশু বাচ্চাটি। চিকিৎসক হেলাল উদ্দিন শিশু বাচ্চা দেখার পর তাঁর মায়ের সমস্যা আছে বলে তাকেও চিকিৎসা করাতে চান। এক পর্যায়ে ভিকটিমকে ভিতরের কক্ষে গিয়ে রোগীর সিটে শুয়ে যেতে বলেন। ভিকটিমের কোমরে ব্যথার কথা বলে তাকে নিপীড়ন করেন। এক পর্যায়ে ধর্ষণের চেষ্টা চালান ওই চিকিৎসক। এসময় ভুক্তভোগী নারী চিৎকার ও চেচামেচি করলে চিকিৎসক হেলাল উদ্দিন রুম থেকে বের হয়ে চেম্বারের বাইরে চলে যান। পরে স্থানীয় লোকজনের চাপের মুখে চিকিৎসক হেলাল তার অপকর্মের জন্য ক্ষমাও চান।

ভূক্তভোগী ও মামলার বাদী বলেন, চিকিৎসার কথা বলে ডাক্তার হেলাল আমাকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে ওই ঘটনার জন্য তিনি ক্ষমা চাইলেও আমাকে দেখে নেওয়ার ও মামলা না করতে হুমকি দেয়। আমি এ লম্পট ডাক্তারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে নানা তদবির ও দৌঁড়ঝাপ শুরু করেও শেষ রক্ষা হয়নি ডাক্তার হেলালের। অবশেষে তাঁর বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে। মামলা রেকর্ডের পর গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দিয়েছে ডাক্তার হেলাল।

এদিকে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডাক্তার হেলাল তার অপকর্মের জন্য ভুক্তভোগী নারীর কাছে ক্ষমা চাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে বিভিন্ন নেটিজেনরা ওই চিকিৎসকের উপযুক্ত শাস্তি দাবী করেছেন। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই মুলত কেলেঙ্কারির ঘটনা প্রকাশ পায়।

পেকুয়া হোমিও চিকিৎসক কল্যাণ সমিতির সভাপতি ডাক্তার আশেক উল্লাহ বলেন, হোমিও চিকিৎসক সমিতির সদস্য হেলাল উদ্দিনের বিরুদ্ধে একজন নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে । আমরা তদন্ত করে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সিরাজুল মোস্তাফা বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে সেবা নিতে আসা এক নারীকে শ্লীলতাহানির ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় মামলা করেছেন। আমরা আসামিকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।

###


আরো খবর: