কক্সবাজারে বিভিন্ন অপকর্মের সঙ্গে রোহিঙ্গা জড়িত। যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে দিতে পারলে আমাদের মঙ্গল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।
শনিবার (১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এই অনুরোধ জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কক্সবাজারের মূল আকর্ষণ পর্যটক। এটা যেন সবসময়ই ভালো অবস্থানে থাকে এটা দেখাটা সবার দায়িত্ব।
এ সময় সীমান্ত নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কক্সবাজারে অপহরণটা অনেক বেশি। অপহরণের সঙ্গে কারা জড়িত সেটি আপনারা জানেন। কক্সবাজারে অফিসিয়াললি ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়েছে। কিন্তু তাদের সংখ্যা আরও বেশি। এসব রোহিঙ্গা বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে দিতে পারলে আমাদের মঙ্গল। এরা সব সমস্যা তৈরি করছে। এই কারণে কক্সবাজারবাসীর বদনাম হয়। কোনো রোহিঙ্গা একটা অন্যায় করলে বিষয়টি কক্সবাজারবাসীকে চাপিয়ে দেওয়া হয় বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
সাংবাদিকদের উদ্দেশ্যে জাহাঙ্গীর আলম আরও বলেন, গতকাল শুক্রবার আপনারা একটা সংবাদ দেখেছেন, যেখানে রাজশাহীগামী বাসে ডাকাতির সময় এক নারীকে ধর্ষণ করা হয়নি, তারপরও কিছু মিডিয়া সংবাদ প্রকাশ করেছে। এতে ওই নারী সমাজে সমস্যার সম্মুখীন হচ্ছেন। মাঝে মাঝে আপনাদের কিছু সাংবাদের কারণে সমাজে অস্থিরতা তৈরি হয়। আপনাদের অনুরোধ করছি সত্য খবর প্রকাশ করুন।
সম্প্রতি কক্সবাজারের এক স্থানীয় সাংবাদিককে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুলে নিয়ে নির্যাতন করেছেন—এমন অভিযোগে মামলা দায়েরের বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টার নজরে আনা হয়। ঘটনা জানতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে চট্টগ্রামের ডিআইজিকে ফোন করেন এবং সংশ্লিষ্ট ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেন।