ঢাকা, ২৭ ফেব্রুয়ারি – জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে বসতে যাচ্ছে বিএনপির বর্ধিত সভা। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় এ সভা শুরু হবে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধনী ও সমাপনী পর্বে নেতাদের উদ্দেশে বক্তব্য দেবেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে ‘প্রথম বাংলাদেশ আমাদের শেষ বাংলাদেশ’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এই প্রমাণ্যচিত্র তৈরি করেছে ‘বর্ধিত সভা বাস্তবায়ন মিডিয়া উপকমিটি’। বর্ধিত সভা উপলক্ষে আমরা বিএনপি পরিবার ‘আস্থা’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করেছে। এরপর রুদ্ধদ্বার কর্ম অধিবেশনে বক্তব্য দেবেন তৃণমূল নেতারা। সমাপনীতে নীতিনির্ধারণী বক্তব্য দেবেন তারেক রহমান।
২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি রাজধানীর ‘লা মেরিডিয়েনে’ সর্বশেষ বর্ধিত সভায় বক্তব্য দিয়েছিলেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। এর চারদিন পর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় জেলে যান তিনি।
তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ছয় স্তরের সাড়ে ৩ হাজারের বেশি নেতা অংশ নিচ্ছেন আজকের সভায়। আমন্ত্রিতদের জন্য থাকছে সকালের নাশতা, দুপুরে খাবার, বিকেলে স্ন্যাকসের ব্যবস্থা। সারাদিন থাকবে চা-কফির ব্যবস্থা।
বুধবার সভার প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও বর্ধিত সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী।
বর্ধিত সভা সুশৃঙ্খল ও সফলভাবে অনুষ্ঠানের জন্য ছয়টি উপকমিটি করা হয়েছে।
সূত্র: কালবেলা
এনএন/ ২৭ ফেব্রুয়ারি ২০২৫