শিরোনাম ::
জাহিদ আহসান রাসেল ও শাহে আলম তালুকদারের নামে মামলা দীঘি বাদ, যুক্ত হলেন পূজা চেরি শেখ পরিবারের নামে থাকা ৪ নৌযানের নাম পরিবর্তন আমি সব মাফ করলেও আজীবন আমার এই ঘেন্নায় তোমাকে বাঁচতে হবে সোনা খনিজ সম্পদ না দিলে ইউক্রেনে স্টারলিংক ইন্টারনেট বন্ধের হুমকি আমেরিকার কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিজয় চিত্রনায়িকা দিতির বাড়িতে হামলা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪ নেতাকর্মী গ্রেপ্তার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, টরন্টোর উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ভয়ঙ্কর অবস্থায় রাজধানীর বায়ুদূষণ | SUN NEWS BANGLADESH
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চিত্রনায়িকা দিতির বাড়িতে হামলা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫


ঢাকা, ২২ ফেব্রুয়ারি – নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে চিত্র নায়িকা দিতির বাড়িতে হামলার ঘটনায় উপজেলা বিএনপি ও শেখ হাসিনার পরিবারের শেখ মারুফকে জড়িয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছে উভয় পক্ষ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সোনারগাঁ পৌরসভার দিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত হন চিত্র নায়িকা দিতির মেয়ে লামিয়া ও দিতির ভাই টিপু সুলতানের স্ত্রী শারমিন প্রীতি।

দিতির ভাই আনোয়ার হোসেন বলেন, শনিবার দুপুরে আমার ছোট ভাইয়ের স্ত্রী শারমিন প্রীতি স্থানীয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দীন, সোহেল, জাহাঙ্গীরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের বাড়ি সার্ভে করে জোরপূর্বক পিলার বসায়। এ সময় আমরা বাধা দিলে বিএনপি নেতাদের সহযোগিতায় আমার ছোট ভাইয়ের স্ত্রী শারমিন প্রীতি ও তার সঙ্গীয় বাহিনী আমার বোন দিতির মেয়ে লামিয়ার ওপর এবং আমাদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে আহত করে এবং লামিয়ার গাড়ি ভাংচুর করে। এ সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রাণ বাঁচাতে লামিয়া গাড়ি নিয়ে চলে যায়।

এদিকে, চিত্র নায়িকা দিতির ভাই টিপু সুলতানের স্ত্রী আহত শারমিন প্রিতি বলেন, দীর্ঘ ৭ বছর আগে আমার স্বামী টিপু মারা যাওয়ার পর থেকেই আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে ও আমার প্রতিবন্ধী শিশুকে সম্পত্তির ওয়ারিশান অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। আজকে পূর্ব নির্ধারিত সময়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বাড়িতে বসে আমার জমি মেপে দেয়ার সময় চিত্র নায়িকা দিতির মেয়ে লামিয়া ও তার সহযোগীরা আমার ওপর হামলা করে। এখানে বিএনপি নেতারা শুধু ন্যায় বিচার করার জন্য গিয়েছেন। কোন জমি দখলের জন্য যাননি বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, চিত্র নায়িকা দিতির মেয়ে লামিয়া বলেন, প্রথমে আমার ওড়না টেনে ছিঁড়ে ফেলেছে। এরপর আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে। আঘাত করে আমার পা ভেঙে ফেলেছে। আমি হাঁটতে পারছিলাম না। পরে প্রাণ বাঁচাতে আমার ড্রাইভার কোনো রকম আমাকে গাড়িতে তুলে সেখান থেকে নিয়ে এসেছে। আমার খালাকে খুঁজে পাচ্ছি না। ওরা আমার খালাকে আটকে রেখেছে বলেও অভিযোগ করেন তিনি।

পরে লামিয়া তার ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়ে লিখেছেন, আমার পাশে কি কেউ নেই? আমার মা-বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নাই?

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, আমি সেখানে কোন দলীয় পরিচয়ে নয় স্থানীয় বাসিন্দা হিসেবে গিয়েছিলাম। অন্যান্য বিএনপির নেতাকর্মীরা আমার বাসায় ছিল। নায়িকা দিতির মেয়ে লামিয়া না কি শেখ হাসিনার পরিবারের শেখ মারুফকে সাথে নিয়ে সোনারগাঁ আসছে। এমন খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে এসেছে। কোন জমি দখলের সাথে আমরা কেউ জড়িত নই।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ বারী জানান, এই ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ করেননি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন আমাকে ফোনে জানায় ওই এলাকায় জমি সংক্রান্ত বিষয়ে ঝামেলা হয়েছে। পরবর্তীতে ঘটনাস্থলে আমি পুলিশ পাঠিয়েছি। পরে শুনতে পেলাম বিষয়টি চিত্র নায়িকা দিতির পারিবারিক বিষয়।

এনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৫

 

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::চিত্রনায়িকা দিতির বাড়িতে হামলা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ first appeared on DesheBideshe.



আরো খবর: