সিলেট, ২৩ ফেব্রুয়ারি- গতকাল (২২ ফেব্রুয়ারি) সিলেটের ফেঞ্চুগঞ্জ কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে নূরুল হক এডুকেশন ট্রাস্ট ইউকে-র আব্দুর রশিদ ভূঁইয়া স্মৃতি বৃত্তি-২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২০তম বৃত্তি বিতরণ এবং ২০২৪ সালের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক সম্মাননা প্রদান আড়ম্বরপূর্ণ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরুল হক এডুকেশন ট্রাস্টের উপদেষ্টা সদস্য ইউকে প্রবাসী দেলোয়ার মোহাম্মদ আলী। বৃত্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নূরুল হক এডুকেশন ট্রাস্ট ফেঞ্চুগঞ্জ-ইউকে-এর ফেঞ্চুগঞ্জ শাখার সভাপতি, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রথীন্দ্র কুমার নাথ। স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের ফেঞ্চুগঞ্জ শাখার সদস্য সচিব সদ্য অবসরপ্রাপ্ত ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান।
আরো বক্তব্য রাখেন কাসিম আলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আহাদুজ্জামান, ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: দলিল উদ্দিন, কাসিম আলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শরীরচর্চা শিক্ষক মো: রশিদ আহমদ, সৈয়দ রিয়াছত আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হারুন উর রশিদ, শাহজালাল এনজিএফএফ স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল নূর আলী, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্তে অধ্যক্ষ আব্দুল হক প্রমুখ।
এছাড়াও উক্ত বৃত্তি অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জ উপজেলার ছয়জন শ্রেষ্ঠ শিক্ষক বক্তৃতা করেন।
অনুষ্ঠানে আব্দুর রশিদ ভূঁইয়া স্মৃতি বৃত্তি স্মারক ক্রেস্ট গ্রহণ করেন ভূঁইয়া পরিবারের সদস্য এডভোকেট মনিরুল ইসলাম টিটু।
বৃত্তিপ্রাপ্ত ২৩টি (স্কুল, কলেজ, মাদ্রাসা) শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের কাছে সার্টিফিকেট ও বৃত্তি উপহার তোলে দেন অতিথি ও শিক্ষকৃন্দ।
এ উপলক্ষে ‘অন্তরে অনিঃশ্বেস’ নামে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশিত হয়।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন ইসকা ও কাসিম আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও ট্রাস্টের ফেঞ্চুগঞ্জ শাখার সহ সদস্য সচিব মো: আব্দুল জাবিদ।
অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন এসএম মামুনুর রশীদ, সহ সভাপতি, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব, ডেইলি মিরর-এর শহিদ আহমদ চৌধুরী, টাইমস অব সিলেটের প্রতিনিধিসহ আরও অনেকে।