কক্সবাজারের কুতুবদিয়ায় পুলিশের “ডেভিল হান্ট” অভিযানে উপজেলার আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে আটক করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উত্তর ধুরুং ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান (৫৫) ও এর আগে ছাত্রলীগ নেতা তুহিনকে গ্রেপ্তার করে পুলিশ।
থানার ওসি মো. আরমান হোসেন জানান, বৈষম্য বিরোধী মামলায় অভিযুক্ত মুজিবুর রহমানকে সন্ধ্যা সাড়ে ৭টায় ধুরুংবাজার মালেক শাহ মার্কেট থেকে গোপন তথ্যের ভিত্তিতে আটক করা হয়।
মুজিবুর বাকখালী গ্রামের সফর মোল্লুকের পুত্র। এছাড়া, একই অভিযানে এর আগে মেডিকেল গেইট এলাকা থেকে ছাত্রলীগ নেতা তুহিনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, “ডেভিল হান্ট” অভিযানের আওতায় এ পর্যন্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান অব্যাহত থাকবে বলে থানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।