শিরোনাম ::
চবি প্রক্টরকে লাঞ্ছিত করা ও ধর্ম অবমাননার অভিযোগে ১১ ছাত্রীসহ মোট ১২ জন বহিষ্কৃত সত্যিই কি সাইফের হামলায় পেছনে কারিনা, সন্দেহ বাড়ছে ৮ বছর পর নাফ নদীতে মাছ ধরার অনুমতি কক্সবাজারে যাত্রী সেজে গাড়ি ছিনতাই কক্সবাজার সীমান্তে চোরাচালান ঠেকাতে কঠোর নজরদারির নির্দেশ কুতুবদিয়ায় ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতা আটক চকরিয়ায় টিসিবির খাদ্য পন্য বিক্রি শুরু সুবিধা পাচ্ছে কার্ডধারী ২০১৪৫ পরিবার রামুতে শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উখিয়ায় সাংবাদিকদের নিয়ে ডিএসকে এর নারী ও শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা প্রক্টরকে লাঞ্ছিত ও ধর্ম অবমাননার অভিযোগে চবির ১২ শিক্ষার্থী বহিষ্কার
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় সাংবাদিকদের নিয়ে ডিএসকে এর নারী ও শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক :
আপডেট: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

উখিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে নারী ও শিশু সুরক্ষা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর উদ্যোগে উখিয়া উপজেলায় কর্মরত ২৫ জন সাংবাদিকদের নিয়ে এ কর্মশালা সম্পন্ন হয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) উখিয়া উপজেলার স্যাটেলাইট শিক্ষক প্রশিক্ষণ রুমে উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার এর সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হোসেন চৌধুরী বলেন, সংবেদনশীল সংবাদ পরিবেশনের ক্ষেত্রে  নারী ও শিশুদের নাম ব্যবহারে সর্তকতা অবলম্বন করতে হবে। এ ক্ষেত্রে  ছদ্মনাম ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন তিনি। পাশাপাশি ভিকটিমের সাক্ষাৎ নেওয়ার ক্ষেত্রে পরিবারের অনুমতি নিয়ে সাংবাদিকদের দায়িত্বশীল সাংবাদিকতা করার আহবান জানান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান।  তিনি বলেন সাংবাদিক, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা আমাদের নৈতিক দায়িত্বের ভিতর পড়ে। ভিউ বাড়ানোর জন্য নয়, এই সমাজে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয় নারী ও শিশুরা। তাই তাদের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্ব সহকারে সংবাদ করতে হবে।

ডিএসকে’র সিনিয়র সাইকোলজিস্ট সোয়াইব হোসেন বলেন, একজন অভিযোগকারী যাতে মানসিকভাবে প্রস্তুত হয়ে তার অভিযোগ পেশ করতে পারে সে বিষয়ে খেয়াল রেখে সংবাদ প্রদানে সহযোগিতা করতে পারে তা উল্লেখ করে বক্তব্য প্রদান করেন।

সভাপতির বক্তব্যে, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ  মোহাম্মদ আনোয়ার  বলেন, কোন ভুল, চটকদার বা ফেইক সংবাদ প্রচার করা সত্যনিষ্ঠ, বিবেকবান সাংবাদিকদের কাজ নয়। সংবাদ প্রচারের ক্ষেত্রে আমাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গিকে আগে পরিবর্তন করতে হবে।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উখিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: বদরুল আলম, দৈনিক ইনকিলাব এর কক্সবাজারস্থ ব্যুরো প্রধান শামসুল হক শারেক ও উখিয়া প্রেসক্লাবের সদস্য সচিব ফারুক আহমেদ। 

ডিএসকে এর শিশু সুরক্ষা বিষয়ক টেকনিক্যাল অফিসার নাসিমা শাহিনের উপস্থাপনায় কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোশ্যাল কোহিশন অ্যান্ড ইয়ুথ ওয়ার্ক টেকনিক্যাল ম্যানেজার শফিকুল ইসলাম, সাইকোলজিস্ট আসমা বেগম, সাইকোলজিস্ট ফাইজা সাদিয়া, কমিউনিকেশন অফিসার অমিত সরকার, মনিটরিং অফিসার কাজী মাহফুজুর রহমান এবং আইটি অফিসার রিয়াজ উদ্দিন।

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র-এর সিনিয়র প্রকল্প ব্যবস্থাপক মর্তুজ আলী প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা প্রদান করেন।

এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ও মাল্টিমিডিয়ার ২৫ জন গণমাধ্যম কর্মী অংশগ্রহণ করেছেন।


আরো খবর: