শিরোনাম ::
উখিয়ায় সাংবাদিকদের নিয়ে ডিএসকে এর নারী ও শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা প্রক্টরকে লাঞ্ছিত ও ধর্ম অবমাননার অভিযোগে চবির ১২ শিক্ষার্থী বহিষ্কার আয়নাঘরও আন্তর্জাতিকভাবে নথিভুক্ত হবে – DesheBideshe পেকুয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ধর্ষণ মামলা! বদি এখন কাশিমপুরে, দ্বিতীয় দফায়ও আনা গেল না চট্টগ্রামে ট্রাম্প-পুতিনের ফোনালাপ, রাশিয়া বলছে ইউরোপের সময় শেষ রামুতে সড়ক দুর্ঘটনায় হতাহত ৩ বহু নারীর সঙ্গে সম্পর্ক, কতজনের মন ভেঙেছিলেন অক্ষয়? আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেমসের কনসার্ট, সবার জন্য উন্মুক্ত কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করছেন নিয়োগ স্থগিত হওয়া প্রাথমিকের শিক্ষকরা
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বহু নারীর সঙ্গে সম্পর্ক, কতজনের মন ভেঙেছিলেন অক্ষয়?

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫


১৯৯১ সালে ক্যারিয়ার শুরু করেন বলিউড নায়ক অক্ষয় কুমার। এরপর ইন্ডাস্ট্রিতে ‘খিলাড়ি কুমার’ তকমা পান অভিনেতা। কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েও খবরের শিরোনাম হয়েছেন বারবার। এবার অক্ষয়ের জীবনের কিছু অজানা কথা প্রকাশ্যে আনলেন তার সহশিল্পী ও বর্ষীয়ান অভিনেত্রী গুড্ডি মারুতি।

নব্বইয়ের দশকে অক্ষয়ের জীবনে প্রেমের অভাব ছিল না! পর্দার মতো বাস্তবেও তিনি নাকি ছিলেন ‘খিলাড়ি কুমার’। সে সময় নারীদের মাঝে বেশ সুখ্যাতি ছিল অক্ষয়ের। ‘খিলাড়ি কুমার’ও নাকি অভিনেত্রীদের সঙ্গে রঙ্গ-রসিকতায় বেশ মেতে থাকতেন, জানিয়েছেন গুড্ডি মারুতি। ১৯৯১-এর ছবি ‘খিলাড়ি’-তে অভিনয় করেছিলেন গুড্ডিও।

বর্ষীয়ান অভিনেত্রীর বক্তব্য, সেই সময় নাকি একাধিক প্রেমিকা ছিল অক্ষয়ের। সেই প্রেমিকাদের মধ্যে ২-৩ জনকে ব্যক্তিগতভাবে চিনতেন গুড্ডি মারুতি। যদিও তাদের নাম প্রকাশ্যে আনেননি তিনি। মোট কতজনের সঙ্গে সম্পর্কে ছিলেন, তা-ও বলতে রাজি হননি গুড্ডি। একাধিক প্রেমিকা থাকলেও, একই সময়ে তাদের সঙ্গে সম্পর্কে ছিলেন কি না তা-ও নিশ্চিত করে বলতে পারেননি। তবে, বর্ষীয়ান অভিনেত্রীর মানতে অসুবিধা নেই, অক্ষয় বহু নারীর হৃদয় ভেঙেছিলেন। তাকে নাকি অনেকেই ‘হার্টব্রেকার’ বলে ডাকতেন।

গুড্ডি বলেন, ‘অক্ষয় দু’একজনের বেশি নারীর মন ভেঙেছে বলেই মনে হয়। খুব সরল সিধেসাধা ভাব নিয়ে থাকত। মুখ দেখে মনে হত খুবই নিরীহ। কিন্তু পরে বহু গল্প, বহু কুৎসা শুনেছি।’

শোনা যায়, রাবিনা ট্যান্ডন, শিল্পা শেঠি, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে ছিলেন অক্ষয়। এমনকি রেখার সঙ্গেও নাম জড়িয়েছে তার। এরপর ২০০১ সালে টুইঙ্কেল খান্নাকে বিয়ে করেন অক্ষয়।

সূত্র : আনন্দবাজার

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::বহু নারীর সঙ্গে সম্পর্ক, কতজনের মন ভেঙেছিলেন অক্ষয়? first appeared on DesheBideshe.



আরো খবর: