কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন অস্ট্রেলিয়ার হাইকমিশনারের পাঁচ সদস্য প্রতিনিধি দল৷
বুধবার (১২ ফেব্রুয়ারী) সকালে উখিয়ার ১৬ নং ও ২১ নং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন৷
অস্ট্রেলিয়ার হাইকমিশনারের ডেপুটি হাইকমিশনার মি ক্লিনটন পোবকের নেতৃত্ব পাঁচ সদস্যের মধ্যে ছিলেন, সহকারী পরিচালক(ডিএফএটি) স্টেসি গ্রিন, হিউম্যান ফাস্ট সেক্রেটারী নিকোলাস ম্যাকলিন, হিউম্যান সেক্রেরাটী হামাহ হোসেন, সিনিয়র হিউম্যান প্রোগ্রাম ম্যানেজার, হিউম্যান প্রোগ্রাম অফিসার হাসিন সাদাব ভূঁইয়া।
রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক আরআরআরসি অফিস সূত্রে জানাজায়, রোহিঙ্গা ক্যাম্প ১৬ এর ডি/৬ ব্লকের বিভিন্ন এনজিও কর্মসূচি পরিদর্শন করেন এবং ক্যাম্প-২ এর মাল্টি পারপাস ইউম্যান সেন্টার পরিদর্শন করে সেখানে থাকা কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন৷ পরে সাধারণ রোহিঙ্গা ও ক্যাম্প মাঝিদের সঙ্গে কথা বলেন৷ টেকনাফ নয়াপাড়া রেজিস্টার ক্যাম্প পরিদর্শন করেন৷
এসময় উপস্থিত ছিলেন, আরআরআরসি প্রতিনিধি, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত এপিবিএন পুলিশ ও সিআইসি প্রতিনিধি, গোয়েন্দা সংস্থা, এনজিও সংস্থার প্রতিনিধি, ক্যাম্প মাঝি সহ প্রমুখ৷