শিরোনাম ::
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেমসের কনসার্ট, সবার জন্য উন্মুক্ত কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করছেন নিয়োগ স্থগিত হওয়া প্রাথমিকের শিক্ষকরা প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন ফের হাসপাতালে ছুটলেন সাইফ, এবারও সঙ্গে নেই কারিনা কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান সালাউদ্দিন নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার উখিয়ায় আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য গ্রেফতার টেকনাফ থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে উখিয়ার যুবক গ্রেফতার উখিয়ার রোহিঙ্গা পরিদর্শনে অস্ট্রেলিয়া হাইকমিশনারের ৫ সদস্য প্রতিনিধি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মৃত্যু
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় অবৈধ তিনটি ইট ভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::

হাইকোর্টের আদেশ অনুযায়ী চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের নির্দেশে কক্সবাজারের চকরিয়ায় সরকারি অনুমোদন বিহীন অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ এরফান উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গত তিনদিনে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ও ফাসিয়াখালী ইউনিয়নের উচিতারবিল এলাকায় অভিযান চালিয়ে অবৈধ তিনটি ইট ভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছেন।
এ সময় এসব ইটভাটা থেকে বিভিন্ন সরঞ্জামাদিও জব্দ করা হয়েছে।

চকরিয়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে- উচ্চ আদালতের (হাইকোর্ট) নির্দেশনা মোতাবেক এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের পরিপত্রের আলোকে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান পরিচালন করা হয়েছে গত তিনদিন ধরে। এ সময় এক্সেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় তিনটি অবৈধ ইটভাটা। আদালতের অভিযানকালে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন ছাড়াও চকরিয়া ফায়ার সার্ভিস, থানা পুলিশ, আনসার সদস্য ও ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আদালত সুত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুরে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী উচিতারবিল এলাকার জিএলবি নামক অবৈধ ইটভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়। এর আগে সোমবার ও মঙ্গলবার দুইদিনে গুঁড়িয়ে দেওয়া হয়েছে উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাংয়ের দুটি অবৈধ ইটভাটা।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান। তিনি বলেন, ‘উপজেলায় ৮টি ইটভাটা রয়েছে। তন্মধ্যে মানিকপুর এলাকার পাঁচটি ইটভাটার পক্ষে উচ্চ আদালতের রিট মামলার নির্দেশনা থাকায় সেখানে অভিযান পরিচালনা করা হয়নি। তবে হারবাং ও ফাসিয়াখালী ইউনিয়নের তিনটি অবৈধ ইটভাটা চিমনিসহ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ##


আরো খবর: