বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

হামলায় নিহত যুবকের ময়নাতদন্ত সম্পন্ন, পরিবারের কাছে হস্তান্তর

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫


গাজীপুর, ১২ ফেব্রুয়ারি – গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় নিহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আবুল কাশেমের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে তার মরদেহের ময়নতন্ত্র সম্পন্ন হয়। পরে জানাজার জন্য তাকে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়েছে।

কাশেমের এলাকার বড় ভাই মো. শাহাদত হোসেন বলেন, আমরা প্রথমে কাশেমের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে জানাজা করবো। পরে গ্রামের বাড়ি গাজীপুরের গাছা থানার বোর্ডবাজারের দক্ষিণ কমলপুরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তিনি জানান, কাশেমের বাবা বেঁচে নেই। পরিবারে তার মা ও এক বোন রয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিহত কাসেমের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এখন তাকে জানাজা দেওয়ার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হচ্ছে।



আরো খবর: