মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টিভি জার্নালিস্ট এসোসিয়েশন কক্সবাজার এর আহবায়ক কমিটি গঠিত

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তি::

কক্সবাজারে টেলিভিশন সাংবাদিকদের প্রধান সংগঠন টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

এতে বাংলাভিশনের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার মোর্শেদুর রহমান খোকনকে আহবায়ক, আর টিভির জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহীনকে যুগ্ন আহবায়ক ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আমানুল হক বাবুলকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে এ কমিটি গঠিত হয়।

ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন এন টিভির ষ্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী টিপু, এটিএন বাংলার জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসাইন সাকিল, বিজয় টিভির জেলা প্রতিনিধি মোঃ শাহ আলম, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি মোহাম্মদ আয়াছ রনি, আনন্দ টিভির জেলা প্রতিনিধি এস্তে ফারুক, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ শেখ সেলিম, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি রহিদুল কবির, বাংলা টিভির জেলা প্রতিনিধি আমিনুল হক আমীন ও নাগরিক টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম।

ঘোষিত আহবায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি পরিপূর্ণ গঠনতন্ত্র প্রণয়ন পূর্বক নির্বাচনের ব্যবস্থা গ্রহন করবেন।

গঠিত কমিটির সদস্যরা মত প্রকাশ করেছেন যে, কক্সবাজার জেলায় কর্মরত সকল টিভি সাংবাদিক এই সংগঠনের সদস্য হতে পারবেন। ইচ্ছুক প্রতিনিধিগণ আহবায়ক কমিটির সাথে যোগাযোগ করে আগামী ১৫ মার্চ এর মধ্যে নির্ধারিত ফি প্রদানপূর্বক সদস্য ভর্তি ফরম সংগ্রহ করতে অনুরোধ করা হয়েছে।


আরো খবর: