অবৈধ সম্পদ অর্জনের দায়ে কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ ভুট্টো এবং অপর একজন ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশন কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে পৃথক মামলা দুটি করেন দুদক কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাখাওয়াত হোসেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো অসৎ উদ্দেশ্যে ৭৭ লাখ ৪৪ হাজার ৬৮৩ টাকার সম্পদ তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণভাবে অর্জনপূর্বক ভোগ দখলে রেখেছেন। তদন্তে প্রাথমিকভাবে তা প্রমাণিত হওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ২৭(১) ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়।
অন্যদিকে একই দুদক কর্মকর্তা কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা রংগীখালী এলাকার তালিকাভুক্ত ও আত্মস্বীকৃত মাদক ব্যবসায়ী মোহাম্মদ হোসাইনের বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন। কারবারি মোহাম্মদ হোসাইন স্থানীয় পূর্ব লেদাপাড়ার মৃত কামাল হোসাইনের ছেলে।
অসৎ উদ্দেশ্যে ২ কোটি ৬৫ লাখ ৯৬ হাজার ৩০৬ টাকার সম্পদ তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণভাবে অর্জনপূর্বক ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
এ ব্যপারে কক্সবাজার দুদক কার্যালয়ের উপপরিচালক সুবেল আহামদ বলেন, অনিয়ম, দুর্নীতি বা অবৈধ উপায়ে সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে দুদকের মামলা, অভিযান এবং তদন্ত সব সময় অব্যাহত আছে এবং থাকবে।
কোনোভাবেই অনিয়ম দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।