শিরোনাম ::
উখিয়ায় ইয়াবা কারবারি বখতারের বিরুদ্ধে দুদকের মামলা টেকনাফে উদ্ধার চার লাখ ইয়াবা, জঙ্গল দিয়ে পালালেন পাচারকারী টেকনাফে অপহৃত পাঁচজনের জন্য ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি কক্সবাজারে একাডেমির জন্য বাতিলকৃত ৭০০ একরে ৮৬৫ দখলদার, ১৫শ বসতি কক্সবাজারে ইউপি চেয়ারম্যান ও এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দুদকের মামলা কানায় কানায় পূর্ণ নারায়ণগঞ্জ জামায়াতের জনসভা হাসিনার উসকানিমূলক বক্তব্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ধানমন্ডিসহ সারা দেশে ভাঙচুর-অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করা হবে ‘রূপ আজ আছে কাল নেই’, পুত্রবধূ ঐশ্বরিয়াকে অমিতাভ! চুক্তি ভঙ্গের অভিযোগে ইয়াশা সাগরকে চিটাগং কিংসের আইনি নোটিশ
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

‘রূপ আজ আছে কাল নেই’, পুত্রবধূ ঐশ্বরিয়াকে অমিতাভ!

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫


মুম্বাই, ০৬ ফেব্রুয়ারি – ৫০-এ পা দিয়েও রুপালি দুনিয়ার চুম্বক ঐশ্বরিয়া রাই বচ্চন। গত কয়েক বছরে তার পোশাক থেকে বদলে যাওয়া চেহারা নিয়ে সমালোচনা যেমন হয়েছে, আলোচনাও কম হয়নি। কিন্তু তাই বলে তাকে তাকে এড়িয়ে যাওয়ার সাধ্য নেই!

কারণ ৫০-এও ঐশ্বরিয়ার চোখধাঁধানো রূপ, বয়সজনিত মেদবাহুল্য তার আকর্ষণ কমাতে পারেনি। নীল চোখের চাহনি আর হাসি অনুরাগীদের এখনও মোহগ্রস্ত করে।

যদিও সিনেমা করা এখন প্রায় বন্ধ করে দিয়েছেন। বচ্চন পরিবারের পুত্রবধূ তিনি। মেয়ে আরাধ্যা বচ্চনের দায়িত্ব সব সামলে রুপালি পর্দা থেকে দূরে। তবুও বিভিন্ন আন্তর্জাতিক মানের অনুষ্ঠানে তার উজ্জ্বল উপস্থিতি এখনও রয়ে গেছে।

গত বছর থেকে বচ্চন পরিবারের অন্দরের সমীকরণ নিয়ে নানা গুঞ্জন রয়েছে। শোনা যায়, বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন ঐশ্বরিয়া-অভিষেক। পারিবারিক তিক্ততা নিয়ে প্রশ্ন উঠলেও বছর শেষ হওয়ার আগেই জল্পনায় জল ঢেলেছেন তারা।

নানা জল্পনা-কল্পনার মাঝেই ঐশ্বরিয়াকে নিয়ে কী বললেন শ্বশুরমশাই অমিতাভ বচ্চন? এই মুহূর্তে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৬’-র সঞ্চালকের দায়িত্ব সামলাচ্ছেন অমিতাভ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা আসেন এই রিয়্যালিটি শোতে। এমন এক পর্বে অমিতাভের মুখোমুখি হন ঐশ্বরিয়ার এক খুদে অনুরাগী। তিনি হট সিটে অমিতাভের মুখোমুখি বসার পর থেকেই অভিনেতা পুত্রবধূর সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ।

জবাবে অমিতাভ বলেন, আমরা জানি তিনি সুন্দরী। কিন্তু বাইরের সৌন্দর্য তো দু’দিনের। আজ আছে কাল নেই। তবে মনের সৌন্দর্য চিরদিন থেকে যায়।

কিশোরীর প্রশ্নের উত্তরে এমন কথা বলায় শুরু হয়েছে অমিতাভকে নিয়ে আলোচনা। আসলে তিনি কী বলতে চাইলেন? শুধুই কি নাতনির বয়সি কিশোরীকে নীতিশিক্ষা দিলেন, নাকি অন্য কিছু!

আইএ/ ০৬ ফেব্রুয়ারি ২০২৫

 



আরো খবর: