শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

আগুন লাগলে তো কলিজা ছিঁড়ে চিৎকার আসে

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫


ঢাকা, ০৬ ফেব্রুয়ারি – ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা অনলাইনে ভাষণ দিবেন- এমন ঘোষণার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘বুলডোজার মিছিলের’ ডাক দিলে বুধবার রাতে ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন দিয়েছে ছাত্র-জনতা।

যে চিত্র দেখে চুপ থাকতে পারেননি চিত্রনায়িকা পরীমণি। গভীর রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও কাউকে সরাসরি নাম নিয়ে স্ট্যাটাস দেননি পরী। তবে তার এ পেস্টের লেখাতে স্পষ্ট যে তিনি ধানমন্ডি-৩২ এ আগুন দেওয়াকে কেন্দ্র করেই এ স্ট্যাটাস দিয়েছেন।

স্ট্যাটাসে নায়িকা লিখেছেন, ‘গায়ে আগুন লাগলে তো কলিজা ছিঁড়ে চিৎকার আসে। অন্তত সেই চিৎকারটা যেন কেউ গলা চেপে না ধরে…

এভাবে নয়, এভাবে কিছু ঠিক হয় না… প্লিজ।’

পরে তিনি আরও একটি স্ট্যাটাস দেন। যেখানে পরী লেখেন- ‘প্রতিহিংসা, প্রতিশোধ নাকি ক্ষমা?

কোনটা শান্তি দেয়?

আল্লাহ সবার মনেকে শান্ত করে দিক আমিন।’

আইএ/ ০৬ ফেব্রুয়ারি ২০২৫

 

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::আগুন লাগলে তো কলিজা ছিঁড়ে চিৎকার আসে first appeared on DesheBideshe.



আরো খবর: