ময়মনসিংহ, ০৬ ফেব্রুয়ারি – ময়মনসিংহর গফরগাঁও উপজেলার চর আলগী ইউনিয়নের মদি পাড়া গ্রামে অতিরিক্ত মদ্যপানে তিনজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- সুমন মিয়া (৩৫), আব্দুল জলিল (৪৮) ও মাসুদ (৩৭)।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার মদি পাড়া গ্রামে বুধবার দিবাগত রাতে চার বন্ধু অতিরিক্ত মদ্যপান করেন। এর মধ্যে তিন বন্ধু গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পরেই তাদের মৃত্যু হয়।