রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি::
বান্দরবানের থানচিতে ৫০ হাজার ইয়াবাসহ ১ ব্যক্তিকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার ২৯ মার্চ বিকাল সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে চট্টগ্রাম র্যাব ৭ ও বর্ডার গার্ড বাংলাদেশ ৩৮ বলিপাড়া ব্যাটালিয়ান (বিজিবি) যৌথ অভিযানে চালায় পরে আজ সন্ধ্যায় থানচির বলিপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে হাইলমারা পাড়া এর থানচি-বান্দরবান সড়কে রুমা উপজেলা সীমান্তে গ্যালেগ্যা ইউনিয়নের ভরট চাকমা পাড়ায় হাইলমারা ঝিড়িতে বেইলি সেতুর নিচে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি রেমাক্রী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার বড় মদক পাড়া নিবাসী ঞোচিংঅং মারমা (৪২) । এই সময় তার কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব ৭ এর সিনিয়র এসপি মো: আনোয়ার হোসেন বলেন, আটককৃতকে থানচি থানায় সোপর্দ করা এবং মামলার প্রক্রিয়া চলছে।
এই বিষয়ে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সূদ্বীপ রায় এর সাথে কথা বললে তিনি জানান বিজিবি ও র্যাব ৭ ইয়াবা চালান সহ একজনকে আটক করেছে শুনতে পেয়েছি। অপরাধীকে থানায় হস্তান্তর করা হলে থানা থেকে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।