মুম্বাই, ০২ ফেব্রুয়ারি – একটা সময় বিরহের সিনেমার জন্য খুব জনপ্রিয় ছিলেন নায়ক বাপ্পারাজ। তাকে বলা হতো ব্যর্থ প্রেমের নায়ক! এখনকার যুগেও তরুণ ও নেটিজেনদের খুবই পছন্দের তিনি। কারণ ওই ‘প্রেমের সমাধি’ সিনেমায় বাপ্পারাজের সেই বিরহের সংলাপ ও দৃশ্য এখনও উপভোগ করেন নেটিজেনরা। সম্প্রতি সেই ছবির একটি সংলাপ ‘চাচা হেনা কোথায়?’ ব্যাপক ভাইরাল হয়েছে। সে থেকে এখন আবার আলোচনায় এই নায়ক।
দীর্ঘদিন ধরে অভিনয়ের বাইরে ছিলেন বাপ্পারাজ। প্রস্তাব পেলেও মনের মতো চরিত্র না পাওয়ায় নাম লেখাননি কোনো সিনেমায়। তবে বাপ্পারাজ ভক্তদের জন্য এবার সুখবর! শোনা যাচ্ছে, ‘রক্তঋণ’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি। জানা গেছে, এই ওয়েব সিরিজ দিয়ে বেরিয়ে আসছেন এক নতুন বাপ্পারাজ! ফিরছেন অস্ত্র হাতে, বাংলার দেবদাস তকমা পাওয়া নায়ককে অবশেষে দেখা মিলবে অ্যাকশন অবতারে!
নতুন এই সিরিজটির একঝলক ফেসবুকে নিজেই প্রকাশ করে ভক্তদের জানিয়ে দিয়েছেন বাপ্পারাজ। পোস্ট করা সেই টিজারের শুরুতেই দেখা যায়, একটি দরজা খুলে যায়। ভেতরে থেকে ভেসে আসে ‘প্রেমের সমাধি’ শিরোনামের গানটি। পাশে একটি চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে। পাশে রাখা একটি পিস্তল।
সায়েম জোব্বার নামে কেউ একজন একটি লেজার লাইট ধরে আছেন সামনের বোর্ডে। সেখানে পত্রিকার খবরগুলো সাঁটানো। পরে শোনা যায় সেই পুলিশ কর্মকর্তার কণ্ঠ। ‘এই হাফিজ, বন্ধ করো। অনেক তো বিরহ হলো। এবার একটু অ্যাকশন হয়ে যাক।’ চমক দিয়েই সেই জোব্বার চরিত্রে সামনে আসেন বাপ্পারাজ।
ওয়েব সিরিজটির কাজ এখনও চলমান বলে জানিয়েছেন বাপ্পারাজ। বেশ কিছু অংশের শুটিংয়েও অংশ নিয়েছেন। বলেছেন, ‘এখনও কাজ শেষ হয়নি। কাজ চলছে। আরও কিছু কাজ গুছিয়ে নিই, তখন বিস্তারিত জানাব কাজটি নিয়ে।’
আইএ/ ০২ ফেব্রুয়ারি ২০২৫