ইমরান আল মাহমুদ,উখিয়া:
বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে নিপীড়নের মুখে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ভাসানচর স্থানান্তর প্রক্রিয়ার ১৩তম দফার প্রথম পর্যায়ে ২১টি বাসে ১হাজার ৯৬জন রোহিঙ্গা স্বেচ্ছায় রওনা হয়েছে।
মঙ্গলবার(২৯ মার্চ) দুপুরে উখিয়া ডিগ্রী কলেজ অস্থায়ী ট্রানজিট ক্যাম্প থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রোহিঙ্গাদের বহর উখিয়া ত্যাগ করে।
বিষয়টি নিশ্চিত করেন ১৪ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক।
প্রতিবারের মতো এবারেও রোহিঙ্গাদের স্বেচ্ছায় ভাসানচর প্রক্রিয়ার ১৩তম দফার প্রথম পর্যায়ে বহরের সামনে ও পেছনে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। তবে দ্বিতীয় পর্যায়ে আরও রোহিঙ্গা ভাসানচর যাবে বলে নিশ্চিত করেন ১৪ এপিবিএন অধিনায়ক নাইমুল হক।