উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের বার্ষিক সাহিত্য, ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরুস্কার বিতরণ -২০২৫ সম্পন্ন হয়েছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আহবায়ক অধ্যাপক তাহমিনা খানমের সভাপতিত্বে কলেজ প্রাঙ্গনে ২৩ জানুয়ারী অনুষ্ঠিত বার্ষিক সাহিত্য, ক্রিড়া,সাংস্কৃতিক ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠানিক উদ্বোধন করেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক শাহে আলম।
অধ্যাপক হেলাল উদ্দিন চৌধুরী ও অধ্যাপক নাঈমা জান্নাত এর সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার বদরুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার ও উখিয়া খাদ্য গুদামের ওসি মো: নাঈম ভূইয়া।
বক্তব্য রাখেন শিক্ষকদের পক্ষে অধ্যাপক ছন্দা চৌধুরী, অধ্যাপক রনজিত বড়ুয়া, অধ্যাপক মুজিবুল আলম, ছাত্রীদের পক্ষে রহিমা বিনতে নূর ও রওনক জাহান।