মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:০৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন – DesheBideshe

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫


মস্কো, ২০ জানুয়ারি – যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সোমবার (২০ জানুয়ারি) রাশিয়ার নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের বৈঠকে পুতিন বলেন, ‘আমরা ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে প্রবেশের জন্য অভিনন্দন জানাই। আমেরিকার সঙ্গে আলোচনার জন্য মস্কো প্রস্তুত, যা সমান এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গড়ে উঠবে।’

ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধ সম্পর্কে পুতিন বলেন, রাশিয়ার সরকার তার জনগণের স্বার্থের জন্য লড়াই চালিয়ে যাবে।

এটি ছিল বিশেষ সামরিক অভিযানের মূল লক্ষ্য।
এদিকে ট্রাম্পের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ রবিবার ইউক্রেন সম্পর্কে নতুন প্রশাসনের কিছু চিন্তা-ভাবনার কথা তুলে ধরেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই নির্বাহী আদেশের মাধ্যমে অভিবাসন, জ্বালানিনীতি এবং কেন্দ্রীয় সরকারের কর্মকাণ্ড নিয়ে একগুচ্ছ নীতি অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়ন করবেন।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ২০ জানুয়ারি ২০২৫

 



আরো খবর: