শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

১৩৫৫ কোটি টাকায় দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫


ঢাকা, ১৬ জানুয়ারি – দুই দেশ থেকে ১ হাজার ৩৫৫ কোটি টাকার দুই কার্গো তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-অনুযায়ী আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়া অনুসরণ করে আরব আমিরাতের মেসার্স ওকিউ ট্রেডিং লিমিটেড থেকে এক কার্গো (৬-৭ ফেব্রুয়ারি ২০২৫ সময়ের জন্য ষষ্ঠ) এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৬৯২ কোটি ৭৯ লাখ ১৪ হাজার ৪৪৮ টাকা।

এ ছাড়া পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে সিঙ্গাপুরের মের্সাস ভিটল এশিয়া পিটিই লিমিটেড থেকেই আরেক কার্গো (১৩-১৪ ফেব্রুয়ারি ২০২৫ সময়ের জন্য সপ্তম) এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৬৬৩ কোটি ৪ লাখ ১৪ হাজার ৫৯৮ টাকা ৮ পয়সা।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৬ জানুয়ারি ২০২৫



আরো খবর: