শিরোনাম ::
কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু উখিয়ার শিক্ষক ইকবাল হত্যার ঘটনায় আটক-১ “নদী ভাঙ্গন ঠেকাও,কোনাখালী বাসীকে বাঁচাও” কক্সবাজারে তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিংয়ের উদ্বোধন উখিয়ার সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম-দুর্নীতি! ঈদগাঁওতে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত সৌদি আরবে গ্যাস বিস্ফোরণে রামুর দুই যুবকের মৃত্যু, স্বজনদের আহাজারি
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নাইক্ষ‍্যংছড়িতে ৮ হাজার ইয়াবাসহ আটক-২

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২৮ মার্চ, ২০২২

বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে ১টি সিএনজি গাড়ি জব্দ ও দুই যুবককে আটক করেছে। পুলিশ জব্দকৃত গাড়ি তল্লাশি করে ৮ হাজার ইয়াবা উদ্ধার করেন।

রোববার গভীর রাতে পুলিশ পরিদর্শক সোহাগ রানার নেতৃত্বে এস আই মোঃ বাবুল ও এস আই মোঃ আল আমিন এ অভিযান চালান ।

ঘুমধুম ইউপিস্থ টিভি টাওয়ারের সামনে ইয়াহিয়া গার্ডেন’র প্রবেশমুখ থেকে এ সব ইয়াবা উদ্ধার করে তারা। জব্দকৃত সিএনজি রেজিঃ নং কক্সবাজার থ ১১-৪১১৮)। এখানে তল্লাশি করে সিএনজির ভেতরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় প্রায় ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় সিএনজির ড্রাইভার কচ্ছপিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে আনোয়ারুল ইসলাম (৩২) বাহারছড়া এলাকার মোজাহের মিয়ার ছেলে নুরুল হুদা(৩৬) উভয়কে সিএনজি সহ আটক করতে সক্ষম হন পুলিশ।

এদিকে,নাইক্ষংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) টানটু সাহা বলেন,তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।


আরো খবর: