রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি ইউরোপীয় ইউনিয়ন প্রধান

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫


ব্রাসেলস্‌, ১২ জানুয়ারি – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন ২০ জানুয়ারির অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন। শুক্রবার ইউরোপীয় কমিশনের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।

ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক নিয়ে আনাদোলু এজেন্সির এক প্রশ্নের জবাবে কমিশনের মুখপাত্র পাউলা পিনহো জানান, প্রেসিডেন্ট ভন ডার লেইন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা সম্প্রতি সামাজিক মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক সংলাপের জন্য তাদের আগ্রহ প্রকাশ করেছেন।

মার্কিন নির্বাচনের পর থেকে কোনো ইতিবাচক সাড়া পেয়েছে কি না জানতে চাইলে পিনহো বলেন, মার্কিন নির্বাচনের পরপরই প্রেসিডেন্ট ভন ডার লেইন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে একটি ফোনালাপ হয়েছিল। তবে এরপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি।

পিনহো বলেন, এই সময়ের মধ্যে প্রেসিডেন্ট অসুস্থ হয়ে পড়েছেন, তবে আমরা নতুন প্রশাসনের সাথে দ্রুত যোগাযোগ স্থাপনের চেষ্টা অব্যাহত রাখব।

ট্রাম্পের ২০১৭-২০২১ সালের প্রথম মেয়াদে, তিনি প্রায়ই ইউরোপীয় নেতাদের সমালোচনা করতেন এবং দাবি করতেন তাদের নিজেদের প্রতিরক্ষায় আরও বেশি অবদান রাখা উচিত। অনেকের মতে, ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে বের করে আনার বিষয়ে আগ্রহী ছিলেন।

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছেন, তবে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের নিয়ে কোনো মন্তব্য করেননি।

সূত্র: যুগান্তর
আইএ/ ১২ জানুয়ারি ২০২৫



আরো খবর: