শিরোনাম ::
থানা থেকে পালানো ওসিকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারি পেকুয়ায় ২০ বছর গাড়ি চলাচল নেই রব্বত আলী পাড়া সড়কে! যে সংস্কারের পরিকল্পনা আছে সেটুকু এগিয়ে নিয়ে আমরা বিদায় নেব দেশে প্রথমবার ৫ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত রোহিঙ্গা আশ্রয়শিবিরে এক বছরে ৪৯ খুন! শতাধিক পণ্য ও সেবায় শুল্ক-কর বাড়িয়ে অধ্যাদেশ কক্সবাজার সৈকতে কাউন্সিলর হত্যার ঘটনায় আরেক কাউন্সিলর আটক রামুতে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে শীতার্তদের কম্বল বিতরণ রামুতে ভোক্তা অধিকারে জনসচেতনতায় কাউন্সিল অব কনজিউমার রাইটস এর মতবিনিময় সভা চকরিয়ায় মৎস্য অধিদপ্তরের উদোগে নৌযান মালিক ও সারেং দের নিয়ে প্রশিক্ষন কর্মশালা
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রামুতে ভোক্তা অধিকারে জনসচেতনতায় কাউন্সিল অব কনজিউমার রাইটস এর মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

রামু প্রতিনিধি::

রামুতে কাউন্সিল অব কনজিউমার রাইটস্ বাংলাদেশ রামু শাখার উদ্যোগে রামু উপজেলার বাজার সমূহের সভাপতি-সাধারণ সম্পাদকদের অংশগ্রহনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার, ৯ জানুয়ারি সন্ধ্যায় রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি লিমিটেড কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন- কাউন্সিল অব কনজিউমার রাইটস্ বাংলাদেশ (সিআরবি) রামু শাখার সভাপতি অধ্যাপক ছৈয়দ আকবর।

এতে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক আলহাজ¦ হাফেজ আহমদ। সালমান শাহ আরীরের সঞ্চালনায় সভায় আলোচনাং অংশ নেন, কাউন্সিল অব কনজিউমার রাইটস্ বাংলাদেশ (সিআরবি) রামু শাখার সহ সভাপতি মৌলানা বখতেয়ার আহমদ, সাংগঠনিক সম্পাদক ও রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি রুহুল আমিন রকি, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, জোয়ারিয়ানালা বাজার সমিতির সভাপতি শফিকুর রহমান, পাঞ্জেখানা বাজার বণিক সমবায় সমিতির সভাপতি ডা. আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মঞ্জুর আলম, জোয়ারিয়ানালা মাদ্রাসা গেইট বাজার সমিতির সভাপতি দিদারুল আলম, কাউয়ারখোপ বাজার সমিতির সভাপতি নুরুল আজিম, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, গর্জনিয়া বাজার সমিতির সভাপতি তৌহিদুল ইসলাম, সিআরবি’র সহ সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান রবি, সার্ভিস ফি ও পণ্যমূল্য পর্যবেক্ষক জাফর আলম মাজেদ, সদস্য রেজাউল করিম, মো. জুনায়েদ, মিজানুর রহমান, বদিউল আলম প্রমূখ।

সভায় জানানো হয়- সিআরবি একটি বেসরকারী, অরাজনৈতিক, অলাভজনক এবং স্বেচ্ছাসেবী ভোক্তা অধিকার সংগঠন। সেলফ এইড-এর ভোক্তা অধিকার সচেতনতা ও গবেষণা প্রকল্পভূক্ত স্বতন্ত্র সংগঠন হিসাবে প্রতিষ্ঠালগ্ন থেকে স্বেচ্ছাসেবী/কনজিউমার এক্টিভিস্টদের মাধ্যমে ভোক্তা অধিকারে জন-সচেতনতা ও গবেষণামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিধান ও ভোক্তা অধিকার আইন সংস্কার এবং ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবীতে গণ-স্বাক্ষর সংগ্রহের কাজ করছে। কাউন্সিল অব সিআরবি সমাজের সর্বস্তরে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা তৈরি ও তা বাস্তবায়নে কৃত্রিম মূল্যবৃদ্ধি, ভোক্তাদের পণ্যে ভেজালের হাত থেকে রক্ষা করার জন্য একটি সামাজিক গোষ্ঠী হিসাবে কাজের সূচনা করে।

সর্বস্তরে ভোক্তা ও ভাড়াটিয়া অধিকার প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ, স্বেচ্ছাসেবী হিসাবে কর্মরত। এটি সামাজিক, অর্থনৈতিক, স্বাস্থ্য এবং ভোক্তাদের অধিকার এবং স্বার্থ সুরক্ষায় সদা সচেষ্ট।


আরো খবর: