শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজারে কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামি গ্রেপ্তার করল র‍্যাব

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫

কক্সবাজারের চকরিয়ায় কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামি ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। চকরিয়া থানার কৈয়ারবিল এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে কক্সবাজারের চকরিয়া ও মহেশখালীর সংযোগস্থল বদরখালী ব্রিজ সংলগ্ন প্যারাবনে নিজ বাড়িতে ফেরার পথে কয়েকজন যুবক কিশোরীকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ঘটনায় ধর্ষিতার বাবা চকরিয়া থানায় মামলা দায়ের করেন। এরপর ঘটনায় জড়িত দের দ্রুত গ্রেফতারে অভিযানে নামে র‌্যাব-১৫। বুধবার দিবাগত রাতে চকরিয়া থানার কৈয়ারবিল এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি মো. ফারুককে (২৭) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. ফারুক চকরিয়ার বদরখালি ইউনিয়নের টুটিয়া পাড়ার গিয়াস উদ্দিনের ছেলে।

র‌্যাব কর্মকর্তার দাবি, ফারুক ওই ঘটনার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। ধর্ষণ মামলায় ইতেমধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


আরো খবর: