বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:৪৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কোর্টবাজার-ইনানীর সৈকত সড়ক বিলীনের আশঙ্কা!

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

এম.এ রাহাত, উখিয়া :

কক্সবাজারের উখিয়ার মনির মার্কেট এলাকায় রেজুখালের করাল গ্রাসে ভাঙ্গনের কবলে পড়েছে কোর্টবাজার- ইনানীর সৈকত সড়ক।

সরেজমিনে দেখা যায়, সড়কের ভাঙ্গন রোধে দেয়া গাইড ওয়াল খালগর্ভে বিলীন হয়ে গেছে। একাধিকবার গাইড ওয়াল নির্মাণ করা হলেও টেকসই না হওয়ায় পানির তীব্র প্রবাহে বারবার ভেঙে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

রুঁমখা মনির মার্কেটের বাসিন্দারা জানান, খালের এই ভাঙ্গন রোধে সঠিক পদক্ষেপ না নিলে কোর্টবাজার-ইনানী সৈকত সড়ক বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। পানির স্রোতে রাস্তা বিলীন হয়ে গেলে খালপাড়ের বাসিন্দাদের ঘরবাড়িও খালের পানিতে তলিয়ে যেতে পারে। এছাড়া বর্ষা আসার আগেই টেকসই বাঁধ নির্মানের দাবি জানিয়েছেন তারা।

খালপাড়ের মানুষের দু:খ দুর্দশা দেখার যেন কেউ নেই। তাই সংশ্লিষ্ট কর্তৃপর্ক্ষের সুদৃষ্টি কামনা করে টেকসই বাঁধ নির্মাণ করে ভাঙ্গনের কবল থেকে খালপাড়ের বাসিন্দাদের বাঁচানোর আকুতিও জানান স্থানীয়রা।

হলদিয়াপালং ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিক উদ্দিন বলেন, এবিষয়ে আমরা এর আগের ইউএনও স্যারকে অবগত করেছিলাম। টেকসই বাঁধ নির্মাণ করা হলে সৈকত সড়ক ভাঙ্গনের কবল থেকে রক্ষা পাবে। এছাড়া বর্ষা মৌসুমের আগে যদি টেকসই বাঁধ নির্মাণ করা হয় ,তাহলে সৈকত সড়ক ঝুঁকিমুক্ত ও কুলালপাড়াবাসী শঙ্কামুক্ত হবে বলে জানান রফিক।

এবিষয়ে জানতে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, উপজেলার মাসিক সাধারণ সভায় এবিষয়ে আলোচনা হয়েছে। এলজিইডি’র সাথে কথা বলেছি। তারা টেকসই বাঁধ নির্মাণের জন্য বাজেট ১০কোটি মতো করতে হবে বলে জানিয়েছেন । তাই এটি এলজিইডি’র পক্ষে এই বাঁধ নির্মাণ করা সম্ভব নয়। পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে টেকসই বাঁধ নির্মাণের ব্যবস্থা করতে হবে।
শীগ্রই এবিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করবে বলে জানিয়েছেন তিনি।


আরো খবর: