সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

জার্মানিতে ভিড়ের ওপর গাড়ি উঠিয়ে দিল চালক, নিহত ২

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪


বার্লিন, ২১ ডিসেম্বর – জার্মানির ম্যাগডেবার্গ শহরের ক্রিসমাস মার্কেটে ভিড়ের মধ্যে গাড়িচাপায় অন্তত দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৬৮। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় বার্লিনের প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে একটি শহরে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, স্যাক্সনি-আনহল্ট রাজ্যের পূর্বাঞ্চলীয় শহর ম্যাগডেবার্গে গাড়িচাপায় হতাহতের ঘটনায় ৫০ বছর বয়সী এক সৌদি নাগরিককে আটক করা হয়েছে।

প্রিমিয়ার অব দ্য স্টেট রেইনার হ্যাসেলফ বলেছেন, নিহতদের মধ্যে একজন অল্পবয়সী শিশু। এটি ম্যাগডেবার্গ শহরের জন্য, রাজ্যের জন্য এবং সাধারণভাবে জার্মানির জন্য একটি বিপর্যয়। নিহতের সংখ্যা বাড়তে পারে।

তিনি জানান, হামলাকারী জার্মানিতে প্রায় দুই দশক ধরে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি একজন চিকিৎসক। যেহেতু অভিযুক্তকে আটক করা হয়েছে, শহরের আর কোনো বিপদ নেই।

কী কারণে গাড়িহামলা হয়েছে, তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে। স্থানীয় সম্প্রচারমাধ্যেমর তথ্যমতে, সন্দেহভাজন ব্যক্তি জার্মান কর্তৃপক্ষের কাছে ইসলামপন্থী হিসেবে পরিচিত ছিলেন না।

জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ এক্সে পোস্টে ক্ষতিগ্রস্তদের জন্য সমবেদনা জানিয়েছেন। শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসারের সঙ্গে একত্রে তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে।

হামলার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র ধনকুবের ইলন মাস্ক চ্যান্সেলরের সমালোচনা করে তাঁকে পদত্যাগ করার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গাড়ি বাজারের স্টলের দুই সারির মধ্যে দিয়ে হেঁটে যাওয়া ব্যক্তিদের ওপর উঠে যাচ্ছে। লোকজন মাটিতে ছিটকে পড়ে যাচ্ছে।

এরআগে প্রায় আট বছর আগে এক ব্যক্তির ট্রাকচাপায় বার্লিনের একটি ক্রিসমাস মার্কেটে ১২ জন নিহত হয়েছিলেন।



আরো খবর: