এম এ রাহাত,উখিয়া::
একদিকে পর্যটন মৌসুম, অন্যদিকে মহান বিজয়ের মাস। তাই পর্যটক বেড়েছে কক্সবাজার, ইনানী ও পাটোয়ারটেক সৈকতে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ইনানী ও পাটোয়ারটেক পাথর রাণী সী-বিচে হাজারো পর্যটকের সমাগম দেখা যায়। বিশেষ করে বিকাল ৪টার দিকে সৈকত জুড়ে পর্যটকদের ভীড় দেখা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
সৈকতে ঘুরতে আসা পর্যটকরা জানান, স্বামী ও সন্তানকে নিয়ে সৈকতে সমুদ্রস্নান করতে, পাশাপাশি পরিবার-পরিজনকে একটু সময় দিতে, কক্সবাজার আসছেন। ওখান থেকে ইনানী ও পাটোয়ার টেক সৈকতের সৌন্দর্য উপভোগ করতে এসেছেন তারা৷
সৈকতে পর্যটক বাড়লেও ব্যবসা তেমন হচ্ছে না বলে জানিয়েছেন ইনানীর ব্যবসায়ীরা। আবার অনেক ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের বিক্রি বেড়েছে বলে জানিয়েছেন তারা।
পাটোয়ারটেক সৈকতের ঝালমুড়ি বিক্রেতা সিদ্দিক আহমেদ বলেন, আমার নিয়মিত ২-৩ হাজার টাকা বিক্রি হয়। তবে চলতি মাসে পর্যটক বেশি আসায় আগের চেয়ে ভালো বিক্রি করছেন বলে জানিয়েছেন ওই ব্যবসায়ী।
বীচ বাইক চালক ইয়াছিন জানান, অন্যান্য মাসের তুলনায় এই মাসে একটু গেস্ট পাচ্ছি। ইনকামও হচ্ছে। তবে প্রতিদিনের তুলনায় গতকাল একটু কম ইনকাম হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ইনানী বিচ ক্যাফে’র স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম বলেন, ডিসেম্বর-জানুয়ারি-ফেব্রুয়ারি এই ৩মাসের আসায় বসে থাকে পর্যটন ব্যাবসায়ীরা। এখন পর্যটন মৌসুম। রেস্টুরেন্ট ব্যবসায়ীদের জন্য ভালো একটি সময়।
ইনানী টুরিস্ট পুলিশের এএসআই ইয়াকুবের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইনানী সৈকতের সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।
পর্যটকদের নিরাপত্তায় সৈকতে পুলিশি টহল জোরদার রয়েছে বলে জানান তিনি।