বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রামুতে বন্যহাতির আক্রমণে সমাজ কমিটির সভাপতির মৃত্যু

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

কক্সবাজারের রামুতে আজ শনিবার ভোরে বন্যহাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর নাম আব্দুল হক (৪৫)। তিনি রাজারকুল ঢালারমূখ গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে।

রাজারকুল ইউনিয়নের পাঞ্জেগানা সোনাইছড়ি সড়কের চিকন ছড়া নামক এলাকায় বন্যহাতির আক্রমণে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হক স্থানীয় সমাজ কমিটির সভাপতি ছিলেন।

নিহতের ছেলে রিফাত হোসেন বলেন, ভোরে বাসা থেকে বের হয়ে সোনাইছড়িতে ধান আনতে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন বাবা। হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

রাজারকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুফিজুর রহমান ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যায়। কয়েকদিন ধরে ওই এলাকায় মানুষ বন্যহাতির আতংকে আছে। লোকালয়ে নেমে আসা হাতি ঘর-বাড়ি ও জানমালের ক্ষতি করছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী জানান, ‘নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’


আরো খবর: