তেল আবিব, ১৩ ডিসেম্বর – সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর সেখানে প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা।তাদের প্রত্যাহারের দাবি জানালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, তারা আপাতত সেখানেই থাকবে। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
বাইডেন প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালিভানের সঙ্গে জেরুজালেমে এক বৈঠকের পর নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে যে গোলান উপত্যকার পাশের বাফার জোনে ইসরায়েলি সৈন্যরা ততদিন থাকবে যতদিন না সিরিয়ার দিকের কোন বাহিনী ইসরায়েলিদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করছে।
মধ্যপ্রাচ্যের প্রতিবেশি ও ইসরায়েলের মধ্যে ১৯৭৪ সালে হস্তক্ষেপ না করার চুক্তি লংঘনের জন্য জাতিসংঘ, ফ্রান্স এবং অন্যান্য দেশ ইসরায়েলকে অভিযুক্ত করেছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে এই পদক্ষেপ সাময়িক।
ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, তারা আশংকা করছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর বাফার জোন থেকে সিরীয় সৈন্যরা পালিয়ে যাওয়ায় একটা শুন্যতার সৃষ্টি হয়েছে। জঙ্গি গোষ্ঠীরা সেই শূণ্যতা পূরণ করতে পারে এবং ৭ অক্টোবরের আক্রমণের মতো গোলান উপত্যকায় ইসরায়েলিদের হুমকি দিতে পারে। সেজন্য সেখানে নিরাপত্তা জোরদার করছেন তারা।
সূত্র: আমাদের সময়
আইএ/ ১৩ ডিসেম্বর ২০২৪