বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রামুতে ডাকভাঙ্গা বাংলাদেশ শিক্ষা প্রকল্পে শিক্ষক নিয়োগ প্যানেল চূড়ান্ত

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

রামু প্রতিনিধি::

রামুতে ডাকভাঙ্গা বাংলাদেশ শিক্ষা প্রকল্পে শিক্ষক নিয়োগ প্যানেল চূড়ান্ত হয়েছে। প্রকল্পের ফেজ-৪ এ চাকরি করা অভিজ্ঞ শিক্ষকবৃন্দ থেকে ফেজ-৫ এ নিয়োগ প্যানেলে চূড়ান্ত করা হয়েছে।

মঙ্গলবার, ১০ ডিসেম্বর সকালে ডাকভাঙ্গা বাংলাদেশ শিক্ষা প্রকল্প রামু এরিয়া অফিসে এ নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তামো. শাহজাহান মিয়া, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ, রামু উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবু শামীম, দাতা সংস্থা বেলজিয়াম বাংলাবাড়ির প্রতিনিধি নাওমি, ডাকভাঙ্গা বাংলাদেশ শিক্ষা প্রকল্পের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মো. মাসুম বিল্লাহ খাঁন, এ্যাসিসট্যান্ট কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রাশেদুল আনোয়ার, প্রজেক্ট কো-অর্ডিনেটর জুয়েল তালুকদার ও কনসালটেন্ট তৌহিদ আহমেদ।

ডাকভাঙ্গা বাংলাদেশ শিক্ষা প্রকল্পের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মো. মাসুম বিল্লাহ খাঁন ও প্রজেক্ট কো-অর্ডিনেটর জুয়েল তালুকদার জানিয়েছেন- দাতা সংস্থা ডাকভাঙ্গা বেলজিয়াম কর্তৃক পরিচালিত শিক্ষা প্রকল্প ফেজ-৪ এর মেয়াদ গত ১৬ নভেম্বর শেষ হয়েছে। সম্প্রতি বর্তমান নতুন দাতা সংস্থা বেলজিয়াম বাংলাবাড়ির প্রতিনিধি দল কর্তৃক সংস্থার কার্যক্রম পরিদর্শন করেন।

দলটি প্রকল্পের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং নতুনভাবে অর্থ সহায়তা দিতে সম্মত হওয়ায় প্রকল্প অনুমোদন এনজিও বিষয়ক ব্যুরোতে প্রক্রিয়াধিন রয়েছে।

এরই প্রেক্ষিতে প্রকল্পে ৪র্থ ফেজে চাকরি করা অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করে প্যানেল চূড়ান্ত করা হয়েছে। পরবর্তীতে চাহিদা মোতাবেক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।


আরো খবর: