নয়াদিল্লি, ১০ ডিসেম্বর – বাংলাদেশ-ভারত সম্পর্কের মধ্যে উত্তেজনা যেন কমছেই না। বরং দিন দিন তা বাড়ছেই। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজিপি নেতা শুভেন্দুসহ অনেকেই বাংলাদেশকে বারবার হুঁশিয়ারি দিচ্ছেন। এবার বাংলাদেশকে রীতিমত হুমকি দিলেন বিজেপি নেতা ও তেলেঙ্গানার বিধায়ক টি রাজা সিং।
এই বিজিপি নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ১৫ মিনিটের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দিতে বলেছেন, যাতে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর যে কথিত নির্যাতন চলছে, তার বিরুদ্ধে লড়াই করে পরিস্থিতি পরিষ্কার করতে পারেন। এ সময় তিনি বাংলাদেশের পতাকাও টেনে ছিঁড়ে ফেলেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ওই প্রতিবেদন অনুযায়ী রোববার দক্ষিণ গোয়ার কুরচোরেমে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি এই আহ্বান জানান।
টি রাজা সিং এসময় বাংলাদেশকে ইঙ্গিত করে বলেন, ‘যারা ভারতের বিরুদ্ধে যাবে, তারা একই পরিণতির শিকার হবে।’ এ সময় তিনি একটি তলোয়ারও বের করেন এবং বলেন, ‘এই তলোয়ার কেবল খাপের মধ্যে পুরে রাখার জন্য নয়। এটি প্রতিটি হিন্দুর বাড়িতে থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি।’
রোববার ৪৮ মিনিটের বক্তৃতায় রাজা সিং খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যদের তাদের উদ্দেশ্যে যোগ দিতে বলেন এবং লাভ জিহাদের বিরুদ্ধে লড়াই করার জন্য সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানান।
সূত্র: একুশে টেলিভিশন
আইএ/ ১০ ডিসেম্বর ২০২৪