নুকুয়ালোফা, ০৯ ডিসেম্বর – পদত্যাগ করেছেন প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গার প্রধানমন্ত্রী সিওসি সোভালেনি। আজ সোমবার আকস্মিকভাবে পদত্যাগ করেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সংসদ কর্মকর্তারা বলেছেন, দেশটির রাজপরিবারের সাথে ক্ষমতার লড়াইয়ের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী পদত্যাগ করেন।
পার্লামেন্টের কর্মকর্তা রোন্ডা হুফাঙ্গা বলেন, ‘প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তবে আমরা নিশ্চিত নই যে এরপর কী হবে।’
জানা গেছে, প্রধানমন্ত্রী সিওসি সোভালেনি পার্লামেন্টকে বলেছিলেন, আইন প্রণেতারা অনাস্থা ভোটে তার ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ঠিক কিছুক্ষণ আগে তিনি পদত্যাগ করবেন।
সোভালেনির পদত্যাগের বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র নিশ্চিত করেছেন।
১৯ শতকের শেষের দিক থেকে টোঙ্গায় একটি সাংবিধানিক রাজতন্ত্র চালু আছে। দেশটির রাজপরিবার তাদের কিছু ক্ষমতা ধীরে ধীরে ত্যাগ করেছে, টোঙ্গান রাজা এবং তার সহকর্মী সম্ভ্রান্তরা যথেষ্ট প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে রয়ে গেছেন। ২০০৬ সালে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভের পর সংবিধান সংশোধন করে।
সূত্র: আমাদের সময়
আইএ/ ০৯ ডিসেম্বর ২০২৪